২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

গাঙ্গুলীর সিদ্ধান্তে এশিয়া কাপ বাতিল হবে না : পিসিবি

- সংগৃহীত

করোনাভাইরাসের কারনে এ বছর এশিয়া কাপ ক্রিকেট হবে না বলে, গতকাল ভারতের পত্রিকা আনন্দবাজারকে জানান দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। তিনি স্পষ্ট করে বলেন, ‘এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। এবার আর এশিয়া কাপ হচ্ছে না।’

কিন্তু গাঙ্গুলী এমন মন্তব্য ভিত্তিহীন বলে জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান সামিউল হাসান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবর অনুযায়ী, এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্বান্ত নিবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি), এমনটা সাফ জানিয়েছেন সামিউল হাসান। তিনি আরও জানান, এখানে গাঙ্গুলীর কথা উপর কোন কিছু নির্ভর করছে না।

সামিউল বলেন, ‘এশিয়া কাপের ব্যাপারে গাঙ্গুলী যা বলেছে, তার কোন ভিত্তি নেই। সে যদি প্রতি সপ্তাহেও এ বিষয়ে নিয়ে কথা বলে থাকে, তবু এর কোন মূল্য থাকবে না। তার সিদ্বান্তে এশিয়া কাপ বাতিল হবে না।’

এশিয়া কাপ নিয়ে সিদ্বান্ত নিবে এসিসি। এখানে অন্য কেউই হস্তক্ষেপ করতে পারবে না বলে জানান সামিউল, ‘এশিয়া কাপ নিয়ে সব সিদ্ধান্ত নিবে এসিসি। এশিয়া কাপ বাতিলের ঘোষণা দিতে পারেন এসিসির চেয়ারম্যান নাজমুল হাসান। আমরা যতটুকু জানি, এসিসির পরবর্তীর সভায় সিদ্বান্ত আসবে। তবে এখনো কোন সিদ্বান্ত নেয়া হয়নি। আর পরের সভার তারিখও এখনও ঠিক হয়নি।’

তবে সামিউলের কথার সাথে একমত নন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। ভারতের আরেক সংবাদমাধ্যম টাইমস নাউকে মানি বলেন, ‘করোনার কারনে আগামী বছর এশিয়া কাপ আয়োজন করতে পারে এসিসি। চলতি বছর এশিয়া কাপ করা ঝুঁকিপূর্ণ। তাই এশিয়া কাপ এ বছর আয়োজন করার ইচ্ছাও নেই এসিসির।’ বাসস


আরো সংবাদ



premium cement
হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে? গাজায় রিজার্ভ ব্রিগেড মোতায়েন ইসরাইলের উপজেলা নির্বাচন জটিলতা ভোটাধিকারের প্রতি মর্যাদা ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের ধারাবাহিক ধারা’ অনুসরণের অভিযোগ

সকল