২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

টি-২০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত ১০ জুনে

টি-২০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত ১০ জুনে
টি-২০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত ১০ জুনে - সংগৃহীত

আইসিসি টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর। তবে তা ঘিরে অনিশ্চয়তা রয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বৃহস্পতিবার কোনও সিদ্ধান্ত নিল না টি-২০ বিশ্বকাপ নিয়ে। ১০ জুন হতে পারে এই নিয়ে সিদ্ধান্ত। করোনাভাইরাসের জন্য বিশ্ব জুড়ে বন্ধ রয়েছে সব ধরনের ক্রিকেট ইভেন্ট। যার ফলে সব সূচি নষ্ট হয়ে গিয়েছে। নতুন করে আবার সব কিছুর সূচি তৈরি করতে হচ্ছে। এর মধ্যেই আইসিসির তথ্যের নিয়ম বেশ কিছুদিন ধরে ভাঙা হচ্ছিল, যা নিয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা অস্ট্রেলিয়ায় ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর, কিন্তু সেটা হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে কোভিড-১৯-এর জন্য। যদি একান্তই বিশ্বকাপ ওই সময় না হয় তাহলে স্থগিত হয়ে যাওয়া আইপিএল হতে পারে।

বোর্ডের টেলি-কনফারেন্সের পর আইসিসি তাদের বার্তায় জানিয়েছে, ‘বোর্ডের তরফে আইসিসি ম্যানেজমেন্টকে জানানো হয়েছে তারা যাতে বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে আলোচনা চালিয়ে যায় দৈনন্দিন বিষয় নিয়ে যেখানে সাধারণের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছে কোভিড-১৯ ভাইরাস।’

এদিন বোর্ডের টেলি-কনফারেন্সে বেশিরভাগ সময়ই আলোচনা হয় বোর্ডের ই-মেল লিক হয়ে যাওয়া নিয়ে। যা নিয়ে শশাঙ্ক মনোহর ও বোর্ডের সদস্যদের সাথে আলোচনা করা হয়।

আইসিসির বার্তায় বলা হয়েছে, ‘বোর্ড সদস্যদের একজন এই বিষয়ে চিন্তার কথা জানান এবং এই বিষয় নিয়ে দ্রুত কোনও পদক্ষেপ নেওয়ার আর্জি জানান কীভাবে বোর্ডের গুরুত্বপূর্ণ বিষয় বাইরে চলে আসছে।’

এমনকি আইসিসির তথ্য মিডিয়ায় বেরিয়ে যাওয়ার বিষয়ে তদন্ত করতে হবে।

সেখানে আরও বলা হয়, ‘এক্ষুনি এই নিয়ে তদন্ত শুরু করতে বলা হয়েছে। এ ব্যাপারে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্নরা সহায়তা করবে। বোর্ডের পরের মিটিং ১০ জুন ২০২০ তদন্তের রিপোর্ট আইসিসির সিইও জানাবে।’

তবে টি-২০ বিশ্বকাপ নিয়ে আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। তবে সেটা নিয়ে সবই একমত হবে না। টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়ে ২০২১-এ হবে না ২০২২-এ? আসল সমাধান কোনটা সেটা ১০ জুন জানা যাবে।

ক্রিকেট অস্ট্রেলিয়া এদিন তাদের পরবর্তী সূচি ঘোষণা করেছে। তার মধ্যে অক্টোবরে টি-২০ ম্যাচও রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে সেই অবস্থায় কেন টি-২০ বিশ্বকাপ করা যাবে না।

পিটিআই-এর সূত্রের খবর, ‘আপনারা যদি অস্ট্রেলিয়ার সূচির দিকে দেখেন, ভারতের টি-২০ ম্যাচ রয়েছে অক্টোবরের মাঝামাঝি সময়ে টি-২০ বিশ্বকাপ শুরুর আগে। অক্টোবরের মাঝামাঝি সময়ে যদি টি-২০ ম্যাচ খেলা যায় তাহলে টি-২০ বিশ্বকাপ খেলা কেন নিরাপদ নয়।’

তবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা শুধু স্বাস্থ্যটা বিষয় নয় তার মধ্যে রয়েছে ব্যবসায়িক দিকও। বিসিসিআই যদি আইপিএল আয়োজন করতে না পারে তাহলে চার হাজার কোটি টাকার ক্ষতি হবে, যে অবশ্যই বড় ধাক্কা।

আইসিসি ও বিসিসিআই-এর ব্রডকাস্ট পার্টনার স্টার সূচি নিয়ে কী ভাবছে সেটা নিয়েও আলোচনা প্রয়োজন রয়েছে।

সূত্র: এনডিটিভি


আরো সংবাদ



premium cement
বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় বরিশালে সালাতুল ইসতিসকার আদায় অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা আল্লাহর রহমত কামনায় সকলকে সিজদাহ অবনত হতে হবে-মাওলানা দেলোয়ার হোসাইন কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা ভাঙ্গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

সকল