২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তুমি নিরাপদ থাকলে, দেশ নিরাপদে থাকবে : আফ্রিদি

সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি - ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনগণকে করোনাভাইরাস থেকে নিরাপদে থাকতে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিলেন দেশটির সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি।

শুক্রবার নিজের ভেরিফায়েড টুইটারে এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, ‘স্বাস্থ্যই সম্পদ। যদি আমরা সচেতন হই তবে করোনাভাইরাস প্রতিহত হবে। হাঁচি ও কাশি দেয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। খাবারের আগে ও পরে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে।’

সাবেক অলরাউন্ডার আরো বলেন, ‘হাত অ্যালকোহলিক স্যানিটাইজার দ্বারা হাত ভালোভাবে পরিস্কার করে নিতে হবে। হাঁচি ও কাশি দেয়ার সময়ে টিসু পেপার ব্যবহার করতে হবে। ব্যবহার করে তা ডাস্টবিনে ফেলতে হবে। যদি তুমি নিরাপদ থাকো, তবে তোমার দেশ তার চেয়ে বেশি নিরাপদে থাকবে।’

সূত্র : দ্যা হিন্দুস্থান টাইমস


আরো সংবাদ



premium cement