২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বড় দলের বিপক্ষে বেশি সিরিজ খেলতে চান ফারজানা

ব্যাট করছেন ফারজানা হক - ক্রিকইনফো

নারী টি-২০ বিশ্বকাপে বৃহস্পতিবার টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশের নারীরা। ভারতের পর শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানের ব্যবধানে হারে সালমা খাতুনের দল।

টস জিতে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৮৯ রান করে অস্ট্রেলিয়া নারী দল। সর্বোচ্চ ৮৩ করেন ওপেনার অ্যালিসা হ্যালি। অপর ওপেনার বেথ মোনি করেন ৮১।

লক্ষ্য তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

সর্বোচ্চ ৩২৬ রান করেন ফারজানা হক। এমন হারের পর বড় দলগুলোর বিপক্ষে বেশি সিরিজ খেলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফারজানা বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো বিশ্বমানের দলের বিপক্ষে আমরা দুই-চারটা সিরিজ খেলতে পারি তাহলে আমাদের খেলার মান উন্নতি হবে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে।’

তিনি বলেন, ‘এ ম্যাচটিতে আমরা নার্ভাস ছিলাম না। ম্যাচটি কঠিন ছিল। আমি মনে করি এই ধরনের ম্যাচের আগে বড় বড় দলের বিপক্ষে যদি আমরা খেলতে পারি তবে ভালো হবে। তবে অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো কঠিন হবে না।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম মোকাবেলাটা সুখকর হলো না বাংলাদেশের। ফারজানা বলেন, ‘অস্ট্রেলিয়ার সাথে এই প্রথম খেললাম। তাদের বোলিং বিভাগ বেশ শক্তিশালী। তার উপর উইকেট অনেক বেশি ভালো ছিল। অস্ট্রেলিয়া ১৯০ রান করেছে। এটি বড় টার্গেট। কিছু দুর্বলতার জন্য আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।’

আগামী ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।


আরো সংবাদ



premium cement