২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

১৪৩ রানের লক্ষ্যে নেমে নেই ২ উইকেট, লড়ছে বাংলাদেশের মেয়েরা

- সংগৃহীত

ভারতীয় মেয়েদের শুরুর তাণ্ডবে বিশাল সংগ্রহের আভাস থাকলেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রণে দেড়শ ছাড়ায়নি ভারতের ইনিংস। তবু এখন পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে তারা। পার্থে সোমবার আগে ব্যাটিং করে ১৪২ রান তোলে ভারত। ১৪৩ রান করে জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভার শেষে দুই উইকেটে ৬০।

এর আগে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট পায় বাংলাদেশ। ভারতের ওপেনার তানিয়া ভাটিয়াকে ফেরান অফ স্পিনার সালমা। কিন্তু প্রথম ওভার থেকে আক্রমণ শুরু করেন শেফালি। জাহানারার পঞ্চম বলেই ডিপ কাভারের ওপর দিয়ে ছক্কা মেরে রানের খাতা খোলেন এই ডানহাতি। পরের ওভারে অফ স্পিনার সালমাকে মিড উইকেটে ছয় হাঁকান তিনি।

পরে শেফালিকে থামান পান্না ঘোষ। ওভারের প্রথম বলে এই পেসারকে ছক্কা মারেন শেফালি। এক বল ডট দিয়ে পরের বলে মিড অফে ক্যাচ দেন তিনি। আকাশ ছোঁয়া বলটি তিনবারের চেষ্টায় হাতে জমান শামীমা সুলতানা। এরপর হারমানপ্রিত কাউরকে বেশিক্ষণ টিকতে দেননি পান্না। ৮ রানে ফেরেন ভারতের অধিনায়ক।

শেষ দিকে ভেদা কৃষ্ণমূর্তির ১১ বলে ২০ রানের ইনিংসে দেড়শর কাছে যায় ভারতের ইনিংস।


আরো সংবাদ



premium cement