১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

২৬৫ রানে অলআউট জিম্বাবুয়ে

- সংগৃহীত

সিরিজের একমাত্র টেস্টের মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম দিনেই ৬ উইকেট হারানো জিম্বাবুয়েকে দ্বিতীয় দিনে যত দ্রুত সম্ভব গুটিয়ে দেয়ার লক্ষ্য ছিল টাইগার বোলারদের। সেই যাত্রায় একের পর এক সাফল্যও পেয়েছেন টাইগাররা। দ্বিতীয় দিনের খেলা শুরুর পর ১৬.৩ ওভারের মধ্যেই ৪টি উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে ২৬৫ রানে অলআউট করেছেন রাহী-তাইজুলরা। দশম ব্যটসম্যান হিসেবে রেগিস চাকাভা ৩০ রানে আউট হলে প্রথম ইনিংস শেষ হয় সফরকারীদের। অপর প্রান্তে অপরাজিত ছিলেন ভিক্টর নায়াউচি।

এর আগে প্রথম দিনের ৬ উইকেটে ২২৮ রান নিয়ে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের খেলা শুরু করেন রেগিস চাকাভা ও ডোনাল্ড তিরিপানো। তবে ক্রিজে টিকতে পারেননি তিরিপানো। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই তিরিপানোকে ফিরিয়ে দেন আবু জায়েদ রাহী। সেই জের না কাটতেই এন্সলে এনদিলোভুকেও বিদায় করেন তিনি। এরপর চার্লটন টিসুমাকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। এটিই তার প্রথম উইকেট।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন ৬ উইকেটে ২২৮ রান করেছিলো জিম্বাবুয়ে। আজ, দ্বিতীয় দিন বাকী ৪ উইকেটে আরও ৩৭ রান যোগ করতে পারে জিম্বাবুয়ে।

প্রথম দিন ১০৭ রান করে আউট হন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। এছাড়া দলের পক্ষে প্রিন্স মাসভাউরি ৬৪, উইকেটরক্ষক রেগিস চাকাবা ৩০, সিকান্দার রাজা ১৮, ব্রেন্ডন টেইলর ১০, ডোনাল্ড ত্রিপানো ৮, তিমিসেন মারুমা ৭, ভিক্টর নায়ুচি অপরাজিত ৬, কেভিন কাসুজা ২ রান করেন।

বাংলাদেশের পেসার আবু জায়েদ ও স্পিনার নাইম হাসান ৪টি করে উইকেট নেন। ২টি উইকেট শিকার করেন আরেক স্পিনার তাইজুল ইসলাম।


আরো সংবাদ



premium cement
গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করল ইসরাইল হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক শিশু ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণ সভা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ ট্রেনের ইঞ্জিনের সামনে ঝুলন্ত নারীর লাশ উদ্ধার মধুর প্রতিশোধে সিটিকে বিদায় করে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

সকল