২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

১৬৫ রানেই গুটিয়ে গেল ভারত

১৬৫ রানেই গুটিয়ে গেল ভারত - সংগৃহীত

স্বাগতিকদের বিধ্বংসী বোলিংয়ে ১৬৫ রানেই গুটিয়ে গেল ভারত। আগের দিনই ভারতের বিপর্যয় শুরু হয়েছিল। আজ টেস্ট ম্যাচটির দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের মাটিতে ভারতের টেস্টের চিত্রটা পাল্টালো না৷ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার ব্যাকফুটে ভারত৷ ওয়েলিংটনে কিউইদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ১৬৫ রানে গুটিয়ে গেল ভারত৷

শুক্রবার প্রথম দিন ৫ উইকেট হারিয়ে বিরাট অ্যান্ড কোং তুলেছিল ১২২ রান৷ কিন্তু শনিবার সকালে ভারতীয় ইনিংসকে ছেঁটে ফেলেন কিউই বোলাররা৷ আগের দিনের স্কোরের সঙ্গে এদিন ৪৩ রান যোগ করেন ভারতীয় ব্যাটসম্যানরা৷ ৬৯ ওভারের প্রথম বলেই ১৬৫ রানে অল-আউট হয়ে যায় ভারত৷ আগের দিনে দুই অপরাজিত ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে এবং ঋষভ পন্ত কেউই ভারতীয় ইনিংসকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি৷

বেসিন রিজার্ভের বাউন্সি পিচে ভারতীয় ইনিংসে দু’শোর আগেই ছেঁটে ফেলেন টিম সাউদি ও কাইল জেমিসন৷ দু’জনেই চারটি উইকেট উইকেট তুলে নেন৷আগের দিন ৩৮ রানে অপরাজিত থাকা রাহানে এদিন হাফ-সেঞ্চুরিও পূর্ণ করতে পারেননি৷ ব্যক্তগিত ৪৬ রানে সাউদির শিকার হন টিম ইন্ডিয়ার ভাইস-ক্যাপ্টেন৷

আর এই অবস্থায় রান-আউট হন পন্ত৷ ব্যক্তিগত ১৯ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান৷ দেশের এক নম্বর উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে বসিয়ে পন্তকে খেলানো সিদ্ধান্ত নেন টিম ম্যানেজমেন্ট৷ কিন্তু ব্যাটিংয়ে দাগ কাটতে ব্যর্থ দিল্লির এই উইকেটকিপার ব্যাটসম্যান৷ শেষ দিকে মহম্মদ শামি ঝোড়ো ২১ রান যোগ না-করলে দেড় শ' রানের গণ্ডি টপকাতে পারত না ভারত৷

শুক্রবার টেস্টের প্রথম দিন থাবা বসিয়ে ছিল বৃষ্টি৷ সারা দিনে খেলা হয়েছিল মাত্র ৫৫ ওভার৷ বৃষ্টির জন্য দিনের তৃতীয় সেশনে একটি বলও হয়নি৷ বেসিন রিজার্ভের বাউন্সি পিচ ও মেঘাচ্ছন্ন পরিবেশে কিউয়ি পেসারদের সামনে শুরু থেকেই নড়বড়ে ছিল ভারতীয় ইনিংস৷ ১০১ রানেই পাঁচ উইকেট খুঁইয়ে ছিল ভারত৷ সেখান থেকে রাহানে একা লড়াই করে ইনিংসের হাল ধরার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি৷ শনিবার সকালে এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস৷

শুক্রবার ওপেনিংয়ে পৃথ্বী শ-ময়াঙ্ক আগরওয়াল জুটিকে দিনের পঞ্চম ওভারের দ্বিতীয় বলেই ভেঙে দিয়েছিলে টিম সাউদি৷ ব্যক্তিগত ও দলীয় ১৬ রানে পৃথ্বী শ’কে বোল্ড করে প্যাভিলিয়নের রাস্তা দেখান কিউয়ি স্পিড-স্টার৷ এরপর পূজারাকে ১১ রানে কট বিহাইন্ড করে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম উইকেটটি তুলে নিয়েছিলেন জেমিসন৷ ক্যাপ্টেন কোহলিও জেমিসনের শিকার৷ দীর্ঘকায় পেসারের অফ-স্টাম্পের বাইরের বলে বিরাটের দুর্বলতা প্রকট হয়৷ মাত্র ২ রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরে ছিলেন ভারত অধিনায়ক৷


আরো সংবাদ



premium cement
গোবিন্দগঞ্জে ট্রাক্টরচাপায় নারী নিহত অভিযোগ করার পর ইনসুলিন ইঞ্জেকশন কেজরিওয়ালকে! হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা তালায় আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে জামায়াতের সহায়তা প্রদান শেরপুরের মহাসড়ক যেন মরণ ফাঁদ বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট আবারো বৃষ্টির শঙ্কা দুবাইয়ে, চিন্তা বাড়াচ্ছে ইউরোপ সিদ্ধিরগঞ্জে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা মানিকগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রকৌশলী নিহত ডা. জাফরুল্লাহ্ চৌধুরী ছিলেন সমাজ বিপ্লবী পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে একটি সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে : মন্ত্রী

সকল