২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের মেয়েদের

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের মেয়েদের - ছবি : সংগৃহীত

বোলারদের দাপটে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে তাদের হারিয়েই টি২০ বিশ্বকাপ যাত্রা শুরু করে দিল ভারতের মেয়েরা।

শুক্রবার সিডনির শোগ্রাউন্ড স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মেগ ল্যানিং। প্রথমে ব্যাট করে শুরুটা ভালো করলেও সেই লড়াই বেশিক্ষণ ধরে রাখতে পারেননি ভারতের দুই ওপেনার শাফালি ভর্মা ও স্মৃতি মন্ধনা। ১১ বলে ১০ রান করে আউট হন স্মৃতি। শাফালি ২৯ বলে ৫টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২৯ রান করেন। তিন নম্বরে নেমে জেমিমা রডরিগেড ২৬ রান করেন। মাত্র ২ রান করে ফিরে যান ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর।

এর পর ভারতের রানকে কিছুটা এগিয়ে নিয়ে যান দীপ্তি শর্মা। ৪৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন তিনি। ৯ রানে অপরাজিত থাকেন ভেদা কৃষ্ণামূর্তি। ২০ ওভারে ভারত থামে ১৩২-৪-এ।

অস্ট্রেলিয়ার রয়ে জোনা উইকেট নেন জেস জোনাসেন। ১টি করে উইকেট নেন এলিস পেরি ও ডেলিসা কিমিনিস।

১৩৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভালোই করে দিয়েছিলেন ওপেনার অ্যালিসা হিলি। পুনম যাদবের বলে তাকেই ক্যাচ তুলে দিয়ে আউট হওয়ার আগে ৩৫ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু আর কেউ দাঁড়াতে পারেননি। পাঁচ নম্বরে নেমে অ্যাশলে গার্ডনার ৩৪ রান করে কিছুটা ভরসা দিয়েছিলেন। বাকি আর কেউ ডবল ফিগারে পৌঁছতেই পারেননি ভারতীয় বোলিংয়ের দাপটে।

এই রানে পৌঁছনো খুব কঠিন ছিল না অস্ট্রেলিয়ার পক্ষে। তবে বাজিমাত করে গেলেন ভারতের বোলাররা। বড় পার্টনারশিপ তৈরি করতে দেননি অস্ট্রেলিয়াকে তারা।

ভারতের হয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন পুনম যাদব। ৩ উইকেট নেন শিখা পান্ডে ও ১ উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়।


আরো সংবাদ



premium cement
‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ

সকল