২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ডমিঙ্গো কি চূড়ান্ত একাদশের কথা জানিয়েছেন পাপনকে

ডমিঙ্গো কি চূড়ান্ত একাদশের কথা জানিয়েছেন পাপনকে - ছবি : নয়া দিগন্ত

শনিবার থেকে মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্ট। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি। কিন্তু এই ম্যাচের পরিকল্পনা কি বোর্ড সভাপতিকে জানিয়েছেন কোচ ডমিঙ্গো?

কারণ দিন দুয়েক আগে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলে ছিলেন, ম্যাচের আগের দিনই একাদশ জানিয়ে দিতে হবে বোর্ড সভাপতিকে। জানাতে হবে ব্যাটিং অর্ডারসহ ম্যাচের যাবতীয় পরিকল্পনা। যা বলা হবে, ম্যাচে থাকতে হবে সেটির প্রতিফলন। বদলানো যাবে না কিছুই।

অথচ ক্রিকেটে ম্যাচের দিন উইকেট দেখে, টসের ওপর নির্ভর করে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়। ম্যাচ চলার সময়ও পরিস্থিতি বুঝে বদলাতে হয় অনেক পরিকল্পনা। বিসিবি সভাপতি সাফ জানিয়ে দিয়েছেন, তাকে জানানো পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা যাবে না।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচের আগের দিন বাংলাদেশ কোচ ও অধিনায়কের সংবাদ সম্মেলনের অনেকটা জুড়ে থাকল বোর্ড সভাপতির মন্তব্যের প্রসঙ্গ। কোচের কাছে শুরুর প্রশ্নই ছুটে গেল, ‘বোর্ড সভাপতিকে কি একাদশ জানিয়েছেন?’ মুচকি হাসিতে ‘বাউন্সারটি’ না খেলে ছেড়ে দিলেন ডমিঙ্গো।

‘বোর্ড সভাপতির সঙ্গে আমার আলোচনা যা হয়, তিনি দল নিয়ে খুবই আবেগপ্রবণ। তিনি চান, দল সত্যিই ভালো করুক। আজকে এখনও পর্যন্ত তার সঙ্গে কথা হয়নি। গত সপ্তাহে খুব ভালো অনুশীলন সেশন হয়েছে আমাদের। তবে হ্যাঁ, এখও পর্যন্ত তার সঙ্গে কথা হয়নি।’

ডমিঙ্গো এড়িয়ে যেতে চাইলেও এই প্রসঙ্গ এলো আবার। এবার ডমিঙ্গো চেষ্টা করলেন বাউন্সারে হুক করার।

‘আমাকে এখনও কেউ বলেনি যে দল নিয়ে সবকিছু কাউকে বলতে হবে। এমন কিছু করতে হবে, সেই ধারণা আমার নেই। যেটি বললাম, বোর্ড সভাপতি দল নিয়ে খুব আবেগপ্রবণ, আমিও একইরকম। আমাকে তারা পারিশ্রমিক দেন কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য, নিজের কাজ করার জন্য। আমি সেসব করব।’

ডমিঙ্গোর জায়গা থেকে সরাসরি উত্তর না দেওয়াই স্বাভাবিক। বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতায় ক্ষমতার কেন্দ্রে থাকাদের কথায় আপত্তি করা কঠিনই। তবে তার দাবি, এমন হস্তক্ষেপের সঙ্গে মানিয়ে নেওয়া তার জন্য নতুন নয়!

বাংলাদেশের আগে দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন ডমিঙ্গো। সেখানেও কোটা পদ্ধতিসহ আরও অনেক বিতর্ক সামলে পরিচালনা করতে হয়েছে দল। কোচ মনে করিয়ে দিলেন সেটিই।

‘ভুলে যাবেন না, আমি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি! ওখানেও অনেক ঝামেলা চলে। এমন নয় যে আমি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া থেকে এসেছি, যেখানে সবকিছুই সহজ, নিজের ইচ্ছেমত সব করা যায়। দক্ষিণ আফ্রিকাতেও কাজটা ছিল কঠিন। দল নির্বাচন সহজ ছিল না। ওখানেও লোকের অনেক মতামত ও ইস্যু থাকে। এসব সামলানো আমার কাজেরই অংশ।’

‘আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, অধিনায়ক ও ক্রিকেটারদের এসব থেকে দূরে রাখা। আমাকে হতে হবে মাঝের ব্যক্তি। অনেক বড় ভূমিকা এটি, তবে দক্ষিণ আফ্রিকায় আমি করেছি। ওখানেও অনেক ঝামেলা ও চ্যালেঞ্জ থাকে, আমার জন্য নতুন কিছু নয়। আমি এসবে অভ্যস্ত।’


আরো সংবাদ



premium cement