২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তানজিদ-আল আমিনের হাফসেঞ্চুরি

মাহমুদুল হাসান জয় - সংগৃহীত

প্রথম সেশন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও এখন সামলে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। দুই ব্যাটসম্যান আল-আমিন ও তানজিদ হাসান হাফ-সেঞ্চুরি করেছেন। চমৎকার তালমিলে ১১০ রানের পার্টনারশিপ গড়েছে এ জুটি। ফলে বিপর্যয় সামলে উঠেছে দল।

বাংলাদেশের সংগ্রহ এখন ৫ উইকেটে ১৭৯ রান।

তানজিদ ব্যাট করছেন ৬৭ রান নিয়ে আর অধিনায়ক আল-আমিন ৫০।

জিম্বাবুয়ের বিপক্ষে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন সকালে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই একের পর এক উইকেট হারায় তারা।

শুরুতেই সাজঘরে ফিরেন ওপেনার মোহাম্মদ নাইম (১১)। এরপর তার পথ ধরেন মাহামুদুল হাসান (১), শাহাদাত হোসেন (২)।

সর্বোচ্চ ৩৪ রান করে সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন।

এরপর মাত্র রানে বিদায় নেন আকবর আলী।

ফলে লাঞ্চের আগে তাদের সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ৮৪ রান।

এরপরই দলের হাল ধরেন তানজিদ ও আল-আমিন।

এর আগে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ৭ উইকেটে ২৯১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে।


আরো সংবাদ



premium cement