২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ফেভারিট রংপুরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত কুমিল্লা

-

বুধবার শুরু হওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স-কুমিল্লা ওয়ারিয়র্স। প্রতিপক্ষ রংপুর শক্তিশালী হলেও, চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত কুমিল্লা।

টুর্নামেন্টে অংশ নেয়া সাত দলের মধ্যে শুধুমাত্র কুমিল্লাকেই স্পন্সর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে একত্রে দলের কোন খেলোয়াড়কেই পায়নি তারা। তারপরও ভালো শুরুর ব্যাপারে আশাবাদি কুমিল্লা।

কুমিল্লার বেশিরভাগ খেলোয়াড়ই নেপালে সাউথ এশিয়ান গেমনে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সাথে সম্পৃক্ত ছিলেন। গতকালের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। তাই বলা যায়, সেখানে নিজেদের অনুশীলনটা ভালোভাবেই সেড়ে নিয়েছে খেলোয়াড়রা।

স্বর্ণ জয় করা খেলোয়াড়রা আজ নেপাল থেকে দেশে ফিরেছেন। আর আগামীকালই কুমিল্লার হয়ে খেলতে নামবেন। আজ কুমিল্লার পেসার বোলার আল আমিন হোসেন বলেন, ‘আমাদের চারজন খেলোয়াড় এসএ গেমসে ছিলেন এবং তারা স্বর্ণ জিতেছে। হ্যাঁ, আমরা একতে অনুশীলণ করতে পারিনি কিন্তু তারা খেলার মধ্যেই ছিলেন। যা আমাদের জন্য ভালো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তারা নেপালে স্বর্ণ জিতেছে এবং ম্যাচের ব্যাপারে তারা বেশ আত্মবিশ্বাসী। ইতোমধ্যে আমাদের বিদেশী খেলোয়াড়রা ঢাকা পৌঁছেছে। আমাদের সাথে ডেভিড মালান, দানুস্কা শানাকা ও মুজিব উর রহমান রয়েছে। আমার মনে হয় আমরা ভারসাম্যপূর্ণ দল।’

অন্যান্য দলের মত কুমিল্লার লক্ষ্যও শিরোপা জয় করা বলে জানান আল-আমিন, ‘আমাদের টার্গেট চ্যাম্পিয়ন হওয়া। আমি আগেও বলেছি, আমরা একটি ভারসাম্যপূর্ণ দল পেরেছি। তাই আমাদের চ্যাম্পিয়ন হবার সামর্থ্য রয়েছে।’

গেল মাসে ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন আল-আমিন। প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্সকে শক্তিশালী দল হিসেবে অখ্যায়িত করেছেন তিনি বরেন, ‘তারা খুবই শক্তিশালী দল এবং আমার আশা করছি প্রতিন্দ্বন্দিতামূলক খেলা হবে।’

আজ নিজেদের জার্সি উন্মোচন ও দলের অধিনায়কের নাম ঘোষণা করে ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স। আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী রংপুর রেঞ্জার্সের দায়িত্ব পেয়েছেন।

রংপুর রেঞ্জার্সের অধিনায়কত্ব পেয়ে নবী বলেন, ‘আমি নিয়মিত বাংলাদেশ সফর করি এবং এখানকার ঘরোয়া আসর ও খেলোয়াড়দের সর্ম্পকে ভালো ধারনা রয়েছে। তাই এখানকার স্থানীয় খেলোয়াড়রা আমার কাছে অপরিচিত নয়। ক্রিকেট মাঠে আমাদের সেরাটা ঢেলে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আমাদের দলটি বেশ ভালো। যেকোন প্রতিপক্ষের বিপক্ষে জ্বলে ওঠার সামর্থ্য আমরা রাখি।’

রংপুর রেঞ্জার্সের প্রধান চিন্তার কারন দলের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের অফ-ফর্ম নিয়ে। সাম্প্রতিক সময়ে কাটার দিয়ে সুবিধা করতে পারছেন না তিনি। বল হাতে সেরা ফর্মে নেই বললেই চলে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবক’টিতে অংশ নিয়ে ৯২ রান খরচ করেছেন ফিজ। ছিলেন উইকেটশুন্য।

তবে বিপিএলে মোস্তাফিজ তার ফর্ম ফিরে পাবেন বলে আশা করছেন রংপুর রেঞ্জার্সের অধিনায়ক নবী। তিনি বলেন, ‘সে খুবই অভিজ্ঞ বোলার এবং সে খেলার পরিস্থিতি ভালো বুঝতে পারেন। অমি তার বর্তমান ফর্ম নিয়ে খুব বেশি চিন্তিত নই। আমি জানি, দ্রুতই তার সেরা ফর্মে ফিরবে।’


আরো সংবাদ



premium cement
ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান যুক্তরাষ্ট্রের সেতু ভাঙ্গার প্রভাব পড়বে বিশ্বজুড়ে! নাশকতার মামলায় চুয়াডাঙ্গা বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে হারল্যানের পণ্য কিনে লাখপতি হলেন ফাহিম-উর্বানা দম্পতি যাদের ফিতরা দেয়া যায় না ১৭ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা বেলাবতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসঙ্ঘের প্রতিবেদন

সকল