২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশের ১০৬ রানই অনেক ভালো!

- ছবি : এএফপি

ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে ১০৬ রানেই অলআউট হয় সফরকারী বাংলাদেশ। বাংলাদেশের এমন লজ্জার ব্যাটিং-এ সমালোচনা সর্বত্র। কিন্তু বাংলাদেশের এই রান দিবা-রাত্রির টেস্ট ক্রিকেটে অনেক ভালো স্কোর। কারণ দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশের চেয়েও বাজে স্কোর রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার।

দিবা-রাত্রির টেস্টে সর্বনিম্ন দলীয় স্কোর ইংল্যান্ডের। ২০১৮ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রানে অলআউট হয়েছিলো ইংল্যান্ড।

সর্বনিম্ন দলীয় স্কোরে দ্বিতীয়স্থানে রয়েছে জিম্বাবুয়ে। ২০১৭ সালে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

গোলাপি বলের টেস্টে তৃতীয় সর্বনিম্ন দলীয় স্কোর ওয়েস্ট ইন্ডিজের। ২০১৮ সালে ব্রিজটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৩ রানে অলআউট হয় ক্যারিবীয়রা।

সর্বনিম্ন দলীয় স্কোরে চতুর্থস্থানে রয়েছে শ্রীলঙ্কা। ২০১৭ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ৯৬ রানে অলআউট হয় লঙ্কানরা।

সূত্র: বাসস


আরো সংবাদ



premium cement