২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

প্রথম সেশনে মুমিনুল-মুশফিক জুটির নিয়ন্ত্রণ

-

সিরিজের প্রথম টেস্টের শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ১২ রানে দুই উইকেট হারিয়েছে। দুই ওপেনার ফিরেছেন দুই ওভারে। সাদমান সাকিব ও ইমরুল কায়েস দু'জনেই করেছেন ৬ রান করে। এরপর অধিনায়ক মুমিনুল হকের সাথে জুটি বাঁধেন মোহাম্মদ মিথুন। ১৯ রানের জুটি গড়েই ফিরেন মোহাম্মদ শামির বলে। এরপর ক্রিজে এসেছেন মুশফিকুর রহিম। মুমিনুলের সঙ্গী হয়েছেন।

এখন মধ্যাহ্নের বিরতি চলছে।

ভারতের হয়ে প্রথম দুটি উইকেট শিকার করেছেন উমেষ যাদব ও ইশান্ত শর্মা।

সকালে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। অভিজ্ঞ ইমরুলকে ৫.৫ ওভারে ফেরত পাঠিয়েছেন উমেশ যাদব। আর পরের ওভারেই সাদমানকে শিকার করেছেন ইশান্ত শর্মা।

এর পর সাজঘরে ফিরেন মোহাম্মদ মিথুন। অধিনায়ক মুমিনুল হকের সাথে মোহাম্মদ মিথুনের জুটিটা মাত্রই মজবুত হতে যাচ্ছিলো। ১৯ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু মোহাম্মদ শামি সেই জুটির ভাঙন ধরান।

এরপর মুশফিক আর মুমিনুল জুটি বাঁধেন। মধ্যাহ্নের আগে ৩২ রানের পার্টনারশিপ গড়েছেন।

মধ্যাহ্নের বিরতিতে যাওয়া কিছুটা আগে জীবন ফিরে পান মুশফিক। নিজের চতুর্থ ওভারে বল হাতে আসেন উমেশ যাদব। তার প্রথম বলটিই মুশফিকের ব্যাটে লেগে স্লিপে থাকা ভারত অধিনায়কের হাতে বন্দি হয়। কিন্তু সেটি মুঠোবন্দি করে রাখতে পারেননি তিনি। ফসকে যান। পড়ে যায় হাত থেকে। হতবাক বিরাট তখন জিভ কেটে আফসোস করেন। নতুন জীবন পান মুশফিক।

ক্রিজে মুমিনুলের সঙ্গী এখন মুশফিক। দলের সংগ্রহ ৩ উইকেটে ৬৩ রান। মুমিনুল করেছেন ৫২ বলে ২২ রান। হাঁকিয়েছেন ৪ বাউন্ডারি। মুশফিক আছেন ২২ বলে ১৪ রান নিয়ে। মেরেছেন দুটি বাউন্ডারি।

সকালে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইন্দোরের হলকার স্টেডিয়ামে সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়।

দু'জন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আবু জায়েদ ও এবাদত হোসেন। স্পিনারদের মধ্যে আছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

অন্যদিকে ভারত তাদের বোলিং ডিপার্টমেন্ট সাজিয়েছে তিন পেসার নিয়ে। উমেশ যাদব, মোহাম্মাদ শামি ও ইশান্ত শর্মাকে নিয়ে। স্পিনে আছেন রবিচন্দন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা।

বাংলাদেশ একাদশ : মুমিনুল হক (অধিনায়ক), ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ ও এবাদত হোসেন।

ভারত একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব।


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান

সকল