১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

মোসাদ্দেককে ছয় ছক্কা হাঁকানোর চেষ্টা করেছিলাম : রোহিত

- ছবি : এএফপি

মোসাদ্দেক হোসেনের ওভারে ছ’টি ছক্কা হাঁকাতে চেয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম তিনটি বল গ্যালারিতে ফেলেন ‘হিটম্যান’। চতুর্থ বলেও মোসাদ্দেককে গ্যালারিতে ছুড়ে ফেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু, পারেননি।

বাংলাদেশকে উড়িয়ে দেয়ার পরে চহাল টিভিতে রোহিত বলেন, ‘‘পর পর তিনটি ছক্কা মারার পরে আমি ছ’টি ছক্কা হাঁকানোর চেষ্টা করেছিলাম। চতুর্থ বলটা মিস করার পরে আমি সিঙ্গলস নেয়ার সিদ্ধান্ত নিই। অফ স্পিনার বল করছিল। আমি জানতাম খুব বেশি বল ঘুরবে না। ফলে আমি ছক্কা মারার অপেক্ষায় ছিলাম।’’

বিশ্ব ক্রিকেটে এক ওভারে ছ’টি ছক্কা হাঁকানোর নজির খুব বেশি নেই। তা বেশ কঠিনও বটে। ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ওভারে ছ’টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিংহ। হার্শেল গিবস ওয়ানডে ম্যাচে একই কাজ করেছিলেন। রোহিত রাজকোটে এক ওভারে ছ’টি ছক্কা মারতে না পারলেও তাঁর ইনিংসে সাজানো ছিল ছ’টি বিশাল ছক্কা। 

চহাল টিভিতে রোহিত বলেছেন, “বিশাল ছক্কা মারার জন্য পেশিবহুল শরীরের দরকার হয় না। তুমিও (চহাল) ছক্কা মারতে পারবে। ছক্কা মারার জন্য শুধুমাত্র শক্তির দরকার হয়, তা নয়। টাইমিংও খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটের মাঝখান দিয়ে বল মারা দরকার।” রোহিতের কথা শুনে দেখতে পারেন ক্রিকেট-শিক্ষার্থীরা।

বাংলাদেশের রান তাড়া করতে নেমে শুরু থেকেই রোহিত মারমুখী ইনিংস খেলতে শুরু করে দেন। যখন মনে হচ্ছিল নিজের শততম টি টোয়েন্টি ম্যাচে ‘হিটম্যান’-এর সেঞ্চুরি পাওয়া কেবল সময়ের অপেক্ষা, ঠিক সেই সময়ে ভারত অধিনায়ক প্যাভিলিয়নে ফেরেন। রোহিত বলেন, “শুরুটা ভাল হওয়া সব সময়ে দরকার। একজন ব্যাটসম্যান লম্বা ইনিংস খেলবে এটাও সমান গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে, কোনো ব্যাটসম্যান যদি লম্বা ইনিংস খেলেন, তা হলেই দল জেতে। তবে খেলার ওই সময়ে আউট হয়ে যাওয়ায় আমি হতাশ। রাজকোটে আমরা চাপ নিয়ে খেলতে নেমেছিলাম। দলের পারফরম্যান্সে আমি খুশি।’’

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭ ফিট তামিমকে যেকোনো ফরম্যাটের দলে চান বাংলাদেশ অধিনায়ক বিকেবি ও রাকাব একীভূতকরণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অপহৃত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার রামেক আইসিইউতে, গ্রেফতার ২ বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মান্দায় বিদ্যুৎপৃষ্টে দর্জি ব্যবসায়ীর মৃত্যু সমর্থকদের মাতামাতি করতে মানা করলেন শান্ত বান্দরবানের কেউক্রাডং পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান : আটক ৮, অস্ত্র উদ্ধার স্বাধীনতা সূচকে ১৬৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪১তম নাটোর পৌরসভা কার্যালয়ের ভিতরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত কাঁঠালিয়ায় মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে কিশোরে মৃত্যু

সকল