২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

উড়ন্ত সূচনা করল বাংলাদেশ

-

সিরিজ জয়ের লক্ষ্যে রাজকোট সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতে দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈমের ব্যাট উড়ন্ত সূচনা পায় টাইগাররা।

প্রথম ওভারে দেখে-শুনে শুরু করলেও দ্বিতীয় ওভার থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হয় নাঈম-লিটন। ইনিংসের দ্বিতীয় ওভার করতে আসা পেসার খলিল আহমেদের প্রথম তিন বলে চারের হ্যাটট্রিক করেন মোহাম্মদ নাঈম। পরের ওভারেও হাঁকান দুটি চার। চার ওভারেই ৪০ রান তোলে টাইগাররা।

এ রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান। নাঈম ২৭ ও লিটন ২৬ রান নিয়ে ব্যাট করছেন।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।

বায়ু দূষণ উপেক্ষা করে প্রথম ম্যাচ গড়িয়েছে মাঠে। ঘূর্ণিঝড়ের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ানো নিয়ে দেখা দেয় শঙ্কা। কিন্তু দিনের বোলায় রাজকোটের ঝলমলে রোদ জানিয়ে দিয়েছে- বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানোর যথেষ্ট সম্ভাবনা আছে। অবশেষে সেটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

টস জিতে ভারতীয় অধিনায়ক রোহিত শার্মা বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম।

ভারতীয় একাদশ : রোহিত শার্মা, শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, স্রেয়াশ আয়ার, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), শিভাম দুবে, ক্রুণাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপাক চাহার, খলিল আহদেম, যুজবেন্দ্র চাহাল।


আরো সংবাদ



premium cement
হজ ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি এশিয়ায় : জাতিসঙ্ঘ বিচারক-আইনজীবী-জেলারের কাছে ব্যাখ্যা তলব হাইকোর্টের ফেসবুকে মহানবী সা:-কে নিয়ে কটূক্তি, রংপুরে ছাত্রলীগকর্মী গ্রেফতার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ইসির বৈঠক আজ চকরিয়ায় ট্রেনের দুই বগি লাইনচ্যুত যোগাযোগ বন্ধ বিএনপির সন্ত্রাস থেকে জনগণকে রক্ষায় কর্মসূচি দেয় আ’লীগ : ওবায়দুল কাদের বিয়ের কেনাকাটা করতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন চাচা-ভাতিজি বিজিপির আরো ৪৬ সদস্যের বাংলাদেশে আশ্রয় গ্রহণ কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট ভারতে মাথার খুলি হাড় নিয়ে কৃষকদের বিক্ষোভ

সকল