২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

উড়ন্ত সূচনা করল বাংলাদেশ

-

সিরিজ জয়ের লক্ষ্যে রাজকোট সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতে দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈমের ব্যাট উড়ন্ত সূচনা পায় টাইগাররা।

প্রথম ওভারে দেখে-শুনে শুরু করলেও দ্বিতীয় ওভার থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হয় নাঈম-লিটন। ইনিংসের দ্বিতীয় ওভার করতে আসা পেসার খলিল আহমেদের প্রথম তিন বলে চারের হ্যাটট্রিক করেন মোহাম্মদ নাঈম। পরের ওভারেও হাঁকান দুটি চার। চার ওভারেই ৪০ রান তোলে টাইগাররা।

এ রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান। নাঈম ২৭ ও লিটন ২৬ রান নিয়ে ব্যাট করছেন।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।

বায়ু দূষণ উপেক্ষা করে প্রথম ম্যাচ গড়িয়েছে মাঠে। ঘূর্ণিঝড়ের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ানো নিয়ে দেখা দেয় শঙ্কা। কিন্তু দিনের বোলায় রাজকোটের ঝলমলে রোদ জানিয়ে দিয়েছে- বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানোর যথেষ্ট সম্ভাবনা আছে। অবশেষে সেটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

টস জিতে ভারতীয় অধিনায়ক রোহিত শার্মা বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম।

ভারতীয় একাদশ : রোহিত শার্মা, শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, স্রেয়াশ আয়ার, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), শিভাম দুবে, ক্রুণাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপাক চাহার, খলিল আহদেম, যুজবেন্দ্র চাহাল।


আরো সংবাদ



premium cement
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা পেকুয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ তড়িঘড়ি ও জোরপূর্বক একীভূতকরণ ব্যাংকিং খাতে অব্যাহত দায়মুক্তির নতুন মুখোশ : টিআইবি লেবাননে ইসরাইলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত জিম্বাবুয়ে সিরিজের জন্য ক্যাম্পে ডাক পেলেন ১৭ ক্রিকেটার, নেই সাকিব-মোস্তাফিজ উত্তর গাজায় আবারো ইসরাইলের গোলাবর্ষণ ধামরাইয়ে তাপদাহে জনজীবন কাহিল, ডায়রিয়াসহ জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ মিয়ানমার থেকে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশী কেএনএফ সংশ্লিষ্টতা : ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৭ স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল

সকল