২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

সেই ছবি পোস্ট দিয়ে অনেক শিক্ষা হয়েছে বললেন কোহলি

- ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের বর্তমান এ অধিনায়ক গত বৃহস্পতিবার ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘এই ম্যাচটা কখনও ভোলা যাবে না। স্পেশাল নাইট! ’

সেই টুইটটি মহেন্দ্র সিং ধোনিকে টুইস্ট করেন কোহলি। ধোনিকে টুইস্ট করার পেছনে যথেষ্ট কারণও আছে। ওই সময়ে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন ধোনি। যতদূর জানা যায়, এমএস ধোনিই সেই ম্যাচের আগে কোহলিকে ফিটনেস টেস্ট দিতে বাধ্য করেছিলেন। পুরনো সেই বিষয়টি তুলে আনলেন কোহলি।

বিরাট কোহলির এই টুইটের পর ধোনির অবসর জল্পনা আরও জোড়ালো হল। ধারণা করা হয়েছিল বিশ্বকাপের পরই অবসর নেবেন ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনি। কিন্তু ধোনি বিশ্বকাপ শেষ হওয়ার পর অবসর নেননি। দুই মাসের ছুটি নেন। যে কারণে তাকে ছাড়াই উইন্ডিজ সফরে করে ভারত। রোববার থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হোম সিরিজের টি-টোয়েন্টি দলেও নেই ধোনি।

ধমর্শালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সেই টুইট নিয়ে বিরাট কোহলি বলেন, ‘আপনি পছন্দ করতে পারেন আবার নাও করতে পারেন। কিন্তু অভিজ্ঞতার সব সময়ই একটা দাম আছে। আগে অনেক ক্রিকেটার প্রমাণ করেছেন যে, বয়স শুধু একটা সংখ্যা। আর ধোনি তো কেরিয়ারে সেটা বার বার প্রমাণ করেছে। ধোনি কবে অবসর নেবে সেটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আর এ ব্যাপারে কারোর পরামর্শ প্রয়োজন নেই।’

ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘আমার মাথায় এরকম কিছু ছিলই না। আমি ঘরে বসেই পুরনো ছবিটা দিয়েছিলাম। আর এটাই খবর হয়ে গেল। পুরো ব্যাপারটাই আমার কাছে শিক্ষা। আসলে আমি যা ভাবছি সেটা সবাই নাও ভাবতে পারে। আসলে ওই ম্যাচটা আমার কাছে স্পেশাল ছিল তাই ছবিটা পোস্ট করেছিলাম। কিন্তু পাবলিক ব্যাপারটা অন্যরকম করে দিয়েছে।’


আরো সংবাদ



premium cement
বৃষ্টির জন্য দেশবাসীর প্রতি ইস্তিস্কার নামাজ আদায়ের আহ্বান আমিরে জামায়াতের সড়ক উন্নয়ন প্রকল্পে চুক্তি স্বাক্ষর করল তুর্কি, ইরাক, কাতার, সংযুক্ত আরব আমিরাত ঢাকায় ‘হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ‘আমার শিশু মেয়েটির যে সর্বনাশ সে করেছে’ বান্দরবানের ৩ উপজেলায় নির্বাচন স্থগিত চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজে মুসুল্লিদের ঢল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার : রিজভী চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের

সকল