২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টি ও টেস্টের দিকেই বেশি নজর ডোমিঙ্গোর

-

ওয়ানডে ক্রিকেটের চেয়ে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটের দিকেই বেশী নজর দিতে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

একমাত্র টেস্টে আফগানিস্তানের কাছে পরাজিত হওয়ার পর এখন ত্রিদেশীয় টি-২০ সিরিজে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। যেখানে আফগানিস্তানের সঙ্গে যুক্ত হবে জিম্বাবুয়ে। এদিকে ওয়ানডে ক্রিকেটেই বেশী সফলতা পেয়েছে বাংলাদেশ। কিন্তু ওয়ানডের মত ওই সফলতা তারা অর্জন করতে পারছেনা টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে। বিষয়টি নিয়ে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের কোচ।

ডোমিঙ্গো বলেন, ‘বিষয়টি বেশ মজার। আমি সাকিবকে জিজ্ঞেস করেছিলাম, বাংলাদেশ দলের ফেভারিট ফর্মেট কোনটি। জবাবে তিনি বলেছেন ৫০ ওভারের ক্রিকেট। আমি বললাম কেন? জবাবে তিনি বললেন, কারণ তারা এই ফরম্যাটের ক্রিকেট খেলেই বড় হয়েছে। তারা ওই ফরম্যাটেই ক্লাব, স্কুল পর্যায়ে সহ বিভিন্ন পর্যায়ের ক্রিকেট খেলতে অভ্যস্ত। তাই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য অনেক কাজ করতে হবে। অবশ্য সব ফর্মেটের জন্যই কাজ করতে হবে। বিশেষ করে পরবর্তী কয়েকমাস ওই দুই ফর্মেটের ক্রিকেটের দিকেই মনোযোগ দিতে হবে। সৌভাগ্যবশত এ সময় খুব বেশী ওয়ানডে ক্রিকেট নেই। বরং টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচই বেশী। ফলে আমরা ওই দুই ফরম্যাটের ক্রিকেটে উন্নতি করার চেস্টা করতে পারব।’

ডোমিঙ্গো বলেন,‘ সাদা বলের ক্রিকেটে নিজেদের দিনে যে কোন দলকে হারানোর সামর্থ্য বাংলাদেশ রাখে। দলে আমরা বেশ কিছু বিশ্ব মানের খেলোয়াড় পেয়েছি। দলের অভিজ্ঞতার দিকে তাকালে দেখবেন, ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ ছিল দ্বিতীয় সেরা। সুতরাং ওই ফর্মেটের খেলার জন্য দলে মান সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারের কোন ঘাটতি নেই। আমার মতে আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি, তাহলে যে কোন দলের পক্ষেই আমাদের হারানো কঠিন হবে।’


আরো সংবাদ



premium cement
ছোট দেশ কাতার অর্থনীতি ও কূটনীতিতে যেভাবে এত এগোল আশুলিয়ায় ছিনতাইকারীর হামলায় আহত নারীর মৃত্যু ‘মুসলিমদের সম্পদ পুনর্বণ্টন’ অভিযোগ মোদির, এফআইআর সিপিএমের প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিখ্যাত চালকবিহীনবিমানের আবিষ্কারক কটিয়াদীতে আসছেন গাজার গণকবরের ‘বিশ্বাসযোগ্য ও স্বাধীন’ তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা পেকুয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ তড়িঘড়ি ও জোরপূর্বক একীভূতকরণ ব্যাংকিং খাতে অব্যাহত দায়মুক্তির নতুন মুখোশ : টিআইবি লেবাননে ইসরাইলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত জিম্বাবুয়ে সিরিজের জন্য ক্যাম্পে ডাক পেলেন ১৭ ক্রিকেটার, নেই সাকিব-মোস্তাফিজ

সকল