২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

'কষ্টের পরাজয়ে কে দায়ী : সাকিব না পাপন

'কষ্টের পরাজয়ে কে দায়ী : সাকিব না পাপন - ছবি : সংগৃহীত

টাইগাররা ভালো খেললে সমর্থকরা সবাই প্রশংসায় মেতে উঠি৷ আর খারাপ করলে দোষীদের চৌদ্দপুরুষ ধরে টান দেই৷ একই রোগে আসক্ত ক্রিকেট সংশ্লিষ্টরাও৷

সমস্যাটা সেখানেই৷ সমর্থকরা দোষীদের দায়ী করে হারের সান্ত্বনা খোঁজার চেষ্টা করতেই পারেন৷ কিন্তু ক্রিকেট বোর্ডের কর্তা আর সংশ্লিষ্টদের তো তা মানায় না৷ তাদের কাজ হচ্ছে, দোষ খোঁজার পাশাপাশি তার সমাধানও খুঁজে বের করা৷ দল জিতলে বোর্ড প্রেসিডেন্টসহ অন্য কর্মকর্তাদের দল বাছাই থেকে অন্য সব কিছুর জন্য কৃতিত্ব নিতে দেখা যায়৷ কিন্তু হারলেই যেন দলটিকে কেউ চিনতে পারেন না৷ তখন তারা প্রশ্ন তোলেন দলে ও কেন সে নেই কেন অথবা কেন দলে পেসার আছে বা নাই ইত্যাদি৷

ক্রিকেট বোর্ডের কাজ বা দায়িত্ব বা কর্তব্য নির্দিষ্ট করা আছে৷ কিন্তু বেশিরভাগ সময়েই সে কাজে মনোযোগ দিতে দেখা যায় না৷ তাইতো ভালো পেসার তৈরি করা যাচ্ছে না৷ আফগানিস্তানের সঙ্গে টেস্টে একজন পেসারও না নিয়ে সাকিব বোর্ড কর্তাদের সেই অভাবটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন৷ তিনি বলেছেন, টেস্টে বাংলাদেশের পেসারদের অতীত রেকর্ডের কারণে তাদের নেয়া হয়নি৷

সাকিবের এই বক্তব্য ছাপার পাশাপাশি দৈনিক প্রথম আলো জানিয়েছে, টেস্টে বাংলাদেশের পেসারদের ইকোনমি বাকি ১১টি দলের চেয়ে খারাপ৷ এছাড়া গত তিন বছরে ঘরের মাঠে স্পিনাররা ২০০ উইকেটের মধ্যে ১৮০টি পেয়েছেন৷ আর পেসাররা পেয়েছেন মাত্র ১৫টি৷

পেসারদের এই যখন অবস্থা তখন আফগানিস্তানের বিরুদ্ধে কেন একজন পেসার নামানো হলো না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন৷ অথচ কেউ তাকে প্রশ্ন করছেন না যে, তিনি সাত বছর ধরে বিসিবির প্রধান৷ এই সময়ে দলে ঢোকার মতো একজন পেসারও কেন উঠে আসল না?'

টেস্ট দলে সৌম্য, লিটন আর সাব্বিরের উপস্থিতিতেও সন্তুষ্ট হতে পারেননি পাপন সাহেব৷ তার মতে, তারা নাকি টেস্ট ক্রিকেটার নন৷ যদি তা-ই হয়, তাহলে এতদিনেও পর্যাপ্ত টেস্ট প্লেয়ার উঠে না আসার দায়ও তো আপনার৷

সুতরাং আর সময় নষ্ট না করে নিজ কাজে মনোযোগ দিন৷
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
অবৈধ সম্পদ : এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে চাপম্যান-আফ্রিদির উন্নতি থানচিতে ট্রাকে দুর্বৃত্তদের গুলি চীনের আনহুই প্রদেশের সাথে ডিএনসিসি’র সমঝোতা স্মারক সই আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ : ২ শতাধিক ককটেল বিষ্ফোরণ, আহত ৫ রাঙ্গামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে নিহত ৬, আহত ৮ প্রতিবাদ সমাবেশকারীদের গ্রেফতারের নিন্দা জামায়াতের ‘সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না’ ফরিদপুরে বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ঈশ্বরদীতে তাপমাত্রা ৪১.২ ডিগ্রি বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়তে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য

সকল