২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

'কষ্টের পরাজয়ে কে দায়ী : সাকিব না পাপন

'কষ্টের পরাজয়ে কে দায়ী : সাকিব না পাপন - ছবি : সংগৃহীত

টাইগাররা ভালো খেললে সমর্থকরা সবাই প্রশংসায় মেতে উঠি৷ আর খারাপ করলে দোষীদের চৌদ্দপুরুষ ধরে টান দেই৷ একই রোগে আসক্ত ক্রিকেট সংশ্লিষ্টরাও৷

সমস্যাটা সেখানেই৷ সমর্থকরা দোষীদের দায়ী করে হারের সান্ত্বনা খোঁজার চেষ্টা করতেই পারেন৷ কিন্তু ক্রিকেট বোর্ডের কর্তা আর সংশ্লিষ্টদের তো তা মানায় না৷ তাদের কাজ হচ্ছে, দোষ খোঁজার পাশাপাশি তার সমাধানও খুঁজে বের করা৷ দল জিতলে বোর্ড প্রেসিডেন্টসহ অন্য কর্মকর্তাদের দল বাছাই থেকে অন্য সব কিছুর জন্য কৃতিত্ব নিতে দেখা যায়৷ কিন্তু হারলেই যেন দলটিকে কেউ চিনতে পারেন না৷ তখন তারা প্রশ্ন তোলেন দলে ও কেন সে নেই কেন অথবা কেন দলে পেসার আছে বা নাই ইত্যাদি৷

ক্রিকেট বোর্ডের কাজ বা দায়িত্ব বা কর্তব্য নির্দিষ্ট করা আছে৷ কিন্তু বেশিরভাগ সময়েই সে কাজে মনোযোগ দিতে দেখা যায় না৷ তাইতো ভালো পেসার তৈরি করা যাচ্ছে না৷ আফগানিস্তানের সঙ্গে টেস্টে একজন পেসারও না নিয়ে সাকিব বোর্ড কর্তাদের সেই অভাবটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন৷ তিনি বলেছেন, টেস্টে বাংলাদেশের পেসারদের অতীত রেকর্ডের কারণে তাদের নেয়া হয়নি৷

সাকিবের এই বক্তব্য ছাপার পাশাপাশি দৈনিক প্রথম আলো জানিয়েছে, টেস্টে বাংলাদেশের পেসারদের ইকোনমি বাকি ১১টি দলের চেয়ে খারাপ৷ এছাড়া গত তিন বছরে ঘরের মাঠে স্পিনাররা ২০০ উইকেটের মধ্যে ১৮০টি পেয়েছেন৷ আর পেসাররা পেয়েছেন মাত্র ১৫টি৷

পেসারদের এই যখন অবস্থা তখন আফগানিস্তানের বিরুদ্ধে কেন একজন পেসার নামানো হলো না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন৷ অথচ কেউ তাকে প্রশ্ন করছেন না যে, তিনি সাত বছর ধরে বিসিবির প্রধান৷ এই সময়ে দলে ঢোকার মতো একজন পেসারও কেন উঠে আসল না?'

টেস্ট দলে সৌম্য, লিটন আর সাব্বিরের উপস্থিতিতেও সন্তুষ্ট হতে পারেননি পাপন সাহেব৷ তার মতে, তারা নাকি টেস্ট ক্রিকেটার নন৷ যদি তা-ই হয়, তাহলে এতদিনেও পর্যাপ্ত টেস্ট প্লেয়ার উঠে না আসার দায়ও তো আপনার৷

সুতরাং আর সময় নষ্ট না করে নিজ কাজে মনোযোগ দিন৷
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল