১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রশিদ খানের বিশ্বরেকর্ড

- ছবি : সংগৃহীত

ব্যাট-বল হাতে চট্টগ্রাম টেস্টে রেকর্ড গড়ার আগে আরও বিশ্বরেকর্ড গড়েন রশিদ। সবচেয়ে কম বয়সে টেস্ট অধিনায়কত্ব করতে নেমেই ওই রেকর্ড হয়ে যায় তার। ২০ বছর ৩৫০তম দিনে টেস্ট ফরম্যাটে নেতৃত্ব দিতে নামেন তিনি। ফলে ভেঙ্গে যায় জিম্বাবুয়ের তাতেন্ডো টাইবুর বিশ্বরেকর্ডটি। এতোদিন এই রেকর্ডের মালিক ছিলেন তিনি। ২০ বছর ৩৫৮তম দিনে জিম্বাবুয়েকে টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন টাইবু। টাইবুর বিশ্বরেকর্ড ভেঙ্গে দখলে নিয়েছেন রশিদ।

কিন্তু এই রেকর্ড গড়েই থেমে থাকেননি রশিদ। গড়েছেন আরো বড় কীর্তি। সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের রেকর্ড এখন তার দখলে। সোমবার বাংলাদেশের বিপক্ষে ২২৪ রানের বিশাল ব্যবধানে একমাত্র টেস্ট ম্যাচটি জিতে এই রেকর্ড গড়েন রশিদ।

এছাড়াও টেস্ট ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই ৫০ এবং ১০ প্লাস উইকেট নেয়ার রেকর্ডও তার। চিটাগাং টেস্টে রশিদের ব্যাট হাতে প্রথম ইনিংসে ৫১ ও দ্বিতীয় ইনিংসে করেন ২৪ রান (দুই ইনিংস মিলিয়ে ৭৫ রান)। বল হাতে প্রথম ইনিংসে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট (দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট)।


আরো সংবাদ



premium cement