২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

‘এই হার কষ্টদায়ক তবে লজ্জাজনক না’

- ছবি : সংগৃহীত

যেটা হওয়ার সেটাই হলো। এলিট ক্রিকেটে আনকোরা আফগানিস্তানের বিপক্ষে ২২৪ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে ব্যাটিং, বোলিং, প্লানিং-সব জায়গাতেই হেরেছে স্বাগতিকরা। ম্যাচ বাঁচাতে ডাকতে হয়েছে বৃষ্টিকেও! কিন্তু কোনো কিছুতেই শেষ রক্ষা হয়নি। রশিদ, জহিরদের স্পিন পড়তেই পারলেন না মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহদের মতো অভিজ্ঞরা। সৌম্য, লিটন, মুমিনুলদের ব্যাটিংও ছিলো দৃষ্টিকটূ। তবে এত বড় হারকেও লজ্জার বলতে নারাজ টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার মতে, ‘।

শেষ সেশনে মাত্র ১৮.৩ ওভার টিকতে পরলেই ড্র হয়ে যেতো চট্টগ্রাম টেস্ট। হাতে ছিল ৪টি উইকেট। সৌম্য সরাকর এবং সাকিব ছিলেন এরমধ্যে। সেখান থেকে দল অলআউট হয়ে গেলো ৩.২ ওভার বাকি থাকতেই। এমন হার কতটা লজ্জার? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, একটুও লজ্জাজনক বলে আমার কাছে মনে হয়নি। হ্যাঁ, কষ্টদায়ক অবশ্যই; লজ্জাজনক না।‘

নিজেদের ব্যর্থতার স্বীকার করার পাশাপাশি আফগানিস্তানকেও কৃতিত্ব দিচ্ছেন সাকিব। তিনি বলেন, খারাপ খেলেছি, ম্যাচ হেরেছি। ওভারঅল আমরা খুবই বাজে খেলেছে এবং একইসাথে আফগানিস্তানও খুব ভালো খেলেছে।

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের বাজে স্মৃতি তাজা থাকতে থাকতেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে হবে সাকিবদের যেখানে দলকে নেতৃত্ব দিবেন তিনিই। দলের মনোবল ফিরে পেতে প্রথম ম্যাচটি জেতা গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তিনি।

‘এখানে যারা আছেন তারাই হয়তো টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সবার মেন্টালিটি চেঞ্জ করে আবার টি-টোয়েন্টি ফরমেশনে আনতে হবে। একইসাথে পারফর্মও করতে হবে। আমাদের জন্য কঠিন কিন্তু টুর্নামেন্টে ভালো একটা শুরু করতে পারলে সেটা আমাদের জন্য পজিটিভ।’

এই হার নিয়ে পড়ে থাকতে চান না সাকিব। জিম্বাবুয়ে ও আফগানদের নিয়ে হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে নজর দিতে চান এই অলরাউন্ডার, ‘যত দ্রুত সম্ভব এই ম্যাচ ভুলতে হবে এবং নজর দিতে হবে টি-টোয়েন্টি সিরিজে। এই ফরম্যাটে (টি-টোয়েন্টি) আফগানিস্তান খুবই ভালো দল। সামনের বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই টি-টোয়েন্টিতে নজর দেয়াটা জরুরি।’

এদিকে হার দিয়েই মিশন শুরু হলো নতুন কোচ রাসেল ডোমিঙ্গোর। এটা নিয়ে একটু রসিকতাও করলেন সাকিব।

‘নতুন কোচ যেই আসে তার কপালটাই..., শুরুই মনে হয় এমন হয়। স্টিভ রোডস যখন আসে তখন আমরা ওয়েস্ট ইন্ডিজে ৪৩ রানে অলআউট হয়ে গিয়েছিলাম। একটা জিনিস ভালো যে, ওরা সবচেয়ে খারাপটা দেখেই ফেলে প্রথমে। এরচেয়ে খারাপ তো হওয়ার চান্স থাকে না। তারপর ওরা এটার উন্নতি দেখবে।’


আরো সংবাদ



premium cement
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত

সকল