২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিরাট-রোহিত দ্বন্দ্ব : কী হচ্ছে ভারতীয় দলে!

বিরাট-রোহিত দ্বন্দ্ব - ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দল অন্তঃদ্বন্দ্বে ক্ষতবিক্ষত। একটি বিরাট গ্রুপ। অন্যটি রোহিত গ্রুপ। বিশ্বকাপ সেমিফাইনালে দল হেরে যাওয়ার পর টিম ইন্ডিয়ার গ্রুপিং দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছিল। হেড কোচ রবি শাস্ত্রী ছাড়াও বোলিং কোচ ভরত অরুণের নামও জড়িয়ে গিয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট বিব্রত ছিল।

অবশ্য টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে গোটা বিষয়টিকে একেবারে উড়িয়ে দেয়া হয়েছে। বলা হয়েছে, ‘‌দলে গ্রুপিংযের খবরটি একেবারে আজেবাজে কথা। ভুয়া। আর সমস্যা কোনো দলে নেই?‌ বিশ্বকাপ শেষ হতেই নতুন শিরোনাম দরকার। কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য এই কাজ করে চলেছে।’‌

সামনেই ক্যারিবিয়ান সফর। দল নির্বাচন হবে আজ শুক্রবার। তাই ভারতীয় বোর্ড চাইছে না এই বিতর্ক বড় আকার ধারণ করুক। সবচেয়ে বড় কথা বিরাট ক্যারিবিয়ান সফরে যেতে পারেন। প্রথমে শোনা গিয়েছিল, বিরাট ক্যারিবিয়ান সফরে সীমিত ওভারের ক্রিকেটে বিশ্রাম নিতে পারেন। কিন্তু পরিস্থিতি বদলেছে। আজ দল নির্বাচনের পরেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
শিখর ধাওয়ান ও বিজয় শঙ্কর সুযোগ পাবেন কিনা নিশ্চিত নয়। টিম ম্যানেজমেন্ট দুই ক্রিকেটারের চোট নিয়ে ধোঁয়াশায়। বলা হয়েছে, ‘‌প্রধান নির্বাচক হয়ত দুই ক্রিকেটারের চোটের বর্তমান পরিস্থিতি জানেন। আমরা কাল জানতে পারব।’‌ ‌‌


আরো সংবাদ



premium cement