১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

রবি শাস্ত্রী সম্পর্কে মারাত্মক মন্তব্য সৌরভ গাঙ্গুলির

ক্রিকেট
সৌরভ গাঙ্গুলি ও রবি শাস্ত্রি - ছবি: সংগৃহীত

একের পর এক মন্তব্যের জেরে তাকে নিয়ে আলোচনা চলছেই। একদিকে তার দল বিদেশে একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে। আর তিনি কিনা এমন হারের পরও দলের প্রশংসায় পঞ্চমুখ। দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজ হারতে হয়েছে। এবার ইংল্যান্ড সফরেও ব্যর্থ বিরাট কোহলির দল। তার পরও শাস্ত্রী বলেছেন, ভারতের এই দলটা গত ১৫-২০ বছরের অন্যান্য স্কোয়াড-এর থেকে বিদেশ সফরে অনেক বেশি সফল। আর রবি শাস্ত্রীর এমন মন্তব্যের পরই চারপাশ থেকে অনেকে তাকে আক্রমণ করা শুরু করেছেন। প্রথমেই যিনি এই নিয়ে পাল্টা দিয়েছিলেন তিনি সুনীল গাভাসকার। এবার আসরে নামলেন সৌরভ গাঙ্গুলি।

শাস্ত্রী বলেছিলেন, ‘গত তিন বছরে আমরা নয়টা ম্যাচ বিদেশে জিতেছি। এছাড়া তিনটি সিরিজ জিতেছি। গত ১৫-২০ বছরের কোনো ভারতীয় দলকে এতটা সফল হতে দেখিনি। এত কম সময়ের মধ্যে ভারতের এই দলটা দেশকে বিদেশের মাটিতে সাফল্যের মুখ দেখিয়েছে। ভারতের এই দলটার পরিসংখ্যান দেখলেই এদের সাফল্যের আভাস পাওয়া যায়।’

এদিন শাস্ত্রীকে পাল্টা দিয়ে সৌরভ বললেন, ‘অপরিণত বলেই ও এসব মন্তব্য করছে। আসলে রবি শাস্ত্রীকে সিরিয়াসলি নেয়া উচিত নয়। ও কখন কী বলবে কেউ জানে না! বেশি কথা বলতে আজকাল মোটেই পছন্দ করি না। আশা করব ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ভারত ভালোই ফলাফল করবে।’

সৌরভ কখনোই তুলনায় বিশ্বাস করেন না। এদিন সে কথাই যেন আরেকবার মনে করিয়ে দিলেন। বললেন, ‘কোনো স্কোয়াডের সাথেই কোনো দলের তুলনা হয় না। একেকটা দলকে একেক রকম পরিস্থিতির মধ্যে খেলতে হয়। তা ছাড়া প্রত্যেক ক্রিকেটারই জাতীয় দলের হয়ে ক্রিকেটটা খেলেন। এবং মাঠে নিজের সেরাটা দেন।’ সূত্র : জি নিউজ

আরো পড়ুন :
রবি শাস্ত্রীকে ইতিহাসের পাঠ পড়িয়ে দিলেন গাভাসকার
অনেকেই বলছেন, নিজের পিঠ বাঁচাতে আগ বাড়িয়ে এমন বড় কথা বলে ফেলেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। না হলে পরিসংখ্যান না ঘেঁটে আগে থেকে কেউ এমন কথা বলে ফেলেন নাকি! শাস্ত্রী বলেছিলেন, গত ১৫-২০ বছরে ভারতের এই দলটাই বিদেশের মাটিতে পারফর্ম করা সেরা দল। শাস্ত্রী বুঝতে পারেননি বোধ হয়, তার না ভেবে, না বুঝে বলা এমন কথা বিতর্কের সৃষ্টি করতে পারে। বাস্তবে হলও তাই। শাস্ত্রীর বলা এমন কথাগুলো সুনীল গাভাসকারের কানে যেতেই তিনি যেন তড়িঘড়ি তাকে ইতিহাসের পাঠ পড়াতে বসলেন।

২০০৭ এ রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতীয় দল ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতেছিল। ২০০৫-এ রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন থাকাকালীন ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতেছিল। রবি শাস্ত্রী এসব পরিসংখ্যান বেমালুম ভুলে গেলেন! নাকি মনে রেখেও জেনে-বুঝে তিনি এই ভারতীয় দলকে সেরা বললেন! তা বলা মুশকিল! তবে শাস্ত্রীর এমন মন্তব্য বেজায় বিতর্ক তৈরি করল।

ভারতীয় কোচের এমন মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই আসরে নেমে পড়েন সানি গাভাসকার। একসময় শাস্ত্রীর সতীর্থ ও ক্যাপ্টেন ছিলেন সানি। সেই গাভাসকার বলছেন, ‘এর আগেও আমরা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ায় জিতেছি। তবে হ্যাঁ, দীর্ঘদিন আমরা শ্রীলঙ্কায় জয় পাচ্ছিলাম না। ভারতের এই দলটা শ্রীলঙ্কায় বহু প্রতিক্ষীত জয়ের স্বাদ দিয়েছে। আটের দশকের ভারতীয় দল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে জিতেছে। রাহুল দ্রাবিড় দেশকে সিরিজ জিতিয়েছে বিদেশে। ক্যাপ্টেন হিসাবে রাহুলকে আমরা অনেকেই খুব একটা মনে রাখিনি। কিন্তু ওর এমন সাফল্যের কথা ভুললে চলবে না।’

একদিন আগেই শাস্ত্রী বলেছিলেন, ‘গত তিন বছরে আমরা নটা ম্যাচ বিদেশে জিতেছি। এছাড়া তিনটে সিরিজ জিতেছি। গত ১৫-২০ বছরের কোনো ভারতীয় দলকে এতটা সফল হতে দেখিনি। এত কম সময়ের মধ্যে ভারতের এই দলটা দেশকে বিদেশের মাটিতে সাফল্যের মুখ দেখিয়েছে।’

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যে টেস্ট সিরিজ হেরেছে কোহলির ভারত। সূত্র : জি নিউজ, ৭ সেপ্টেম্বর, ২০১৮


আরো সংবাদ



premium cement