২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

'এশিয়া কাপে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া'

মাশরাফিদের উল্লাস - সংগৃহীত

চলতি মাসেই শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের ১৪তম আসর। দুবাইয়ে এবারের আসরের পর্দা উঠবে বাংলাদেশের ম্যাচ দিয়ে। কেবল মাত্র এই টুর্নামেন্টেই ফাইনালে খেলার মধুর স্মৃতি রয়েছে বাংলাদেশের। তবে এবার টাইগারদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া- এমনটাই জানালেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন।

তিনি বলেন, 'আমাদের ব্যাপারটি আসলে নির্ভর করছে মোমেন্টামের ওপরে। আমরা যদি শুরুটা ভালো পাই ও একটি দল হিসেবে আত্মবিশ্বাসী থাকি এবং যদি প্রথম ধাপটি ভালোভাবে উৎরে যেতে পারি তাহলে ভালো হবে। ক্রিকেট হচ্ছে একটি দিনের খেলা। যে দিনটি যাদের ভালো যাবে তাদের পক্ষে ফলাফল আসবে। সুতরাং অবশ্যই চেষ্টা করবো যেন আমাদের দিকে বেশি মোমেন্টাম থাকে এবং সেরা ক্রিকেটটাই খেলা।'

এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য সম্পর্কে মিথুন বলেন, 'আমি অবশ্যই আশাবাদী কারণ অন্য ফরম্যাটে যেমনই হোক, ওয়ানডেতে কিন্তু বাংলাদেশ যথেষ্ট ভালো দল। বিশেষ করে গত চার বছর ধরে বাংলাদেশ ভালো করছে। সিনিয়র ক্রিকেটারদের সাথে আমরা যারা জুনিয়ররা আছি তারা যদি অবদান রাখতে পারি তাহলে আমার কাছে মনে হয় ভালো হবে। আমাদের আসলে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াই মূল লক্ষ্য। তবে প্রথম ধাপটি পার করা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। সিনিয়র ক্রিকেটারদের সাথে আমরা যারা খেলবো তারা যদি অবদান রাখতে পারি আমার মনে হয় খুব সহজেই দ্বিতীয় রাউন্ডে যেতে পারবো।'


আরো সংবাদ



premium cement