২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

বিপিএলে প্রথম জয় সিলেটের, ঢাকার টানা ষষ্ঠ হার

বিপিএলে প্রথম জয় সিলেটের, ঢাকার টানা ষষ্ঠ হার - ছবি : সংগৃহীত

অবশেষে আরাধ্য জয়ের দেখা পেল সিলেট স্ট্রাইকার্স। টানা তিন হারের পর বিপিএলের এবারের আসরে প্রথম জয় তুলে নিল আরিফুল হকের দল। বিপরীতে প্রথম জয়ের জন্য অপেক্ষা বেড়েই চলেছে ঢাকার, টানা ষষ্ঠ ম্যাচে হারলো তারা।

জয়ের জন্য ভিতটা ভালোই গড়েছিল ঢাকা। আগে ব্যাট করে স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৯৩ রান তুলেছিল তারা। তবে এতো বড় পুঁজিও তাদের জয়ের জন্য যথেষ্ট হয়নি, ৮ বল হাতে রেখে ৩ উইকেটের জয় তুলে নেয় সিলেট।

দুই দলই নেমেছিল এইদিন প্রথম জয়ের খুঁজে। মাঠে নামার আগে ঢাকা হেরেছিল টানা পাঁচ ম্যাচে, সিলেটের হার ছিল প্রথম তিন ম্যাচেই। তবে আজ সিলেটের অপেক্ষা ফুরায়। ঢাকাকে হতাশায় ঢুবিয়ে ঘরের মাঠে জয়ের দেখা পেল সিলেট।

অবশ্য জবাব দিতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি সিলেটের। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে ফেরেন রাহকিম কর্নওয়াল। দ্রুত ফেরেন জর্জে মানসে (১১) ও অ্যারন জোন্স (১৪)। পাঁচে নামা নাহিদুলও ১১ রানের বেশি করতে পারেননি।

সিলেটের ইনিংস টানেন জাকির হাসান। একপ্রান্ত আগলে রেখে আক্রমণাত্মক মেজাজে তুলে নেন ফিফটি। ২৭ বলে ৫৮ করে আউট হোন তিনি। তবে রানের গতি ধরে রাখেন জাকের আলি ও রনি তালুকদার।

তবে ৩ বলের মাঝে আউট হয়ে যান দু'জনেই। রনি তালুকদার ১৪ দশমিক ৪ ওভারে ফেরেন ২০ বলে ৩০ রানে, জাকের করেন ১৭ বলে ২৪ রান। ১৫ দশমিক ১ ওভারে ১৬০ রানে ৭ উইকেট হারায় সিলেট। ম্যাচ ফের ঝুঁকে পড়ে ঢাকার দিকে।

তবে অধিনায়ক আরিফুল দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ১৫ বলে ২৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে আনেন তিনি। ফারমানুল্লাহ সাফি ও শুভাম রঞ্জন নেন ২টি করে উইকেট।

এর আগে আজ শুক্রবার টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই তানজিদ তামিমের উইকেট হারায় ঢাকা। রাহকিম কর্নওয়ালের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন এই ওপেনার। তবে শুরুর দ্রুতই ধাক্কা সামলে নেয় ঢাকা।

এক ম্যাচ পর একাদশে ফিরে জ্বলে উঠেন লিটন। সাথে পান আসরে প্রথমবার খেলতে নামা মুনিন শাহরিয়ারকে। লিটন শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক, মুনিম খেলেন দেখে-শুনেই। দু'জনের জুটিতে আসে ৮৮ বলে ১৩৩ রান।

২৯ বলে ফিফটি পূরণ করেন লিটন। মুনিমের ফিফটি আসে ৪৬ বলে। ১২ ওভারে তিন অঙ্কে পৌঁছায় ঢাকা। দলকে শক্ত ভিত গড়ে দিয়ে ১৬তম ওভারে কর্নওয়ালের বলে আউট হন লিটন। ৪৩ বলে ৭৩ রান আসে তার ব্যাট থেকে।

একই ওভারে ফেরেন মুনিমও। তিনি আউট হন ৪৭ বলে ৫২ রান করে। থিতু হয়ে যাওয়া দু'জনকে হারালেও চাপে পড়েনি ঢাকা। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন সাব্বির রহমান এবং থিসারা পেরেরা। ১০ বলে ২৩ রান করেন সাব্বির। থিসারার ব্যাট থেকে আসে ৯ বলে ১৮ রান।

সিলেটের হয়ে বল হাতে ৩ উইকেট নিয়েছেন রাকিম কর্নওয়াল। রিস টপলি ও তানজিম সাকিব নিয়েছেন একটি করে উইকেট।


আরো সংবাদ



premium cement
হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ যুক্তরাষ্ট্রে আরো রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ছাত্রশিবিরের নামে নানারকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল’ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়াতে আইজিপির নির্দেশ নাইকো দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু কেয়া গ্রুপের আরো ২টি কারখানা বন্ধ ঘোষণা গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সহায়তা করবে জার্মানি গাজীপুরে ঝুটের ৩টি গুদামে আগুন

সকল