০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ

- ছবি : নয়া দিগন্ত

এন্টিগা বিভীষিকা এখনো ভুলতে পারেনি বাংলাদেশ। কাটেনি সেই হারের তিক্ত রেশ। এরই মধ্যে ভেন্যু বদলে আবারো মুখোমুখি হচ্ছে দুই দল। সিরিজ বাঁচাতে এবার জ্যামাইকার সাবিনা পার্কে খেলবে তারা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।

দিন তিনেকের বিরতি শেষে আজ আবার মাঠে ফিরছে লিটন-তাসকিনরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। যেখানে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য সিরিজ জয়, বাংলাদেশ লড়াই করবে সিরিজ বাঁচাতে।

দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে এন্টিগায় বাংলাদেশকে ২০১ রানের বিশাল ব্যবধানে হারায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে। আজ জিতলেই তারা নিশ্চিত করবে সিরিজ, ড্র-তেও বদলাবে না ভাগ্য।

অন্যদিকে সিরিজ জয়ের আর কোনো সুযোগ নেই বাংলাদেশের। সম্ভব হলে দ্বিতীয় টেস্ট জিতে কেবল সমতা ফেরাতে পারে টাইগাররা। ড্র করলেও হবে না রক্ষা, সিরিজ হবে হাতছাড়া।

তবে সেই সুযোগ দিতে চায় না ওয়েস্ট ইন্ডিজ, ধবলধোলাই করতে প্রতিজ্ঞ তারা। মাঠে নামার আগেই ব্যাটার জশুয়া দা সিলভা বলেন, ‘আমরা এখনো হাল ছাড়িনি, ২-০ ব্যবধানে সিরিজ জিততে চাই।’

যেখানে স্বাগতিকদের পক্ষে কথা বলবে সাবিনা পার্ক। এই মাঠে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। যদিও এন্টিগার মতো এখনো এই মাঠে খুব বেশি ম্যাচ খেলেনি। দু’টি টেস্ট খেললেও খেলেনি কখনো ওয়ানডে ও টি-টোয়েন্টি।

দুই টেস্টের দুটোতেই হেরেছে টাইগাররা। প্রথম দেখায় ২০০৪ সালে ইনিংস ও ৯৯ রানে হেরেছিল বাংলাদেশ। আর শেষবার ২০১৮ সালে সাকিব আল হাসানের দলের হার ১৬৬ রানে।

এই ম্যাচ দিয়ে তিন বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে সাবিনা পার্কে। সর্বশেষ এই মাঠে খেলা হয় ২০২১ সালের আগস্টে, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মাঝে। যদিও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা হয়েছে এই সময়ে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে বাংলাদেশের ইতিহাস গড়া কিছু জয় থাকলেও হেরেছে বেশিভাগ সময়েই। ২১ টেস্টের ১৫টিতেই হার দেখেছে বাংলাদেশ। জয় মোটে চারটি, বাকি দুটি ম্যাচ ড্র তে শেষ হয়।

এই ম্যাচেও প্রতিপক্ষের চেয়ে বাংলাদেশের বড় চিন্তার কারণ নিজেদের ভঙ্গুর ব্যাটিং। যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছে টাইগাররা। ভুগেছে সিরিজের প্রথম ম্যাচেও। প্রথম ইনিংসে মুমিনুল ও জাকের আলির ফিফটি আড়াই শ’ পেরিয়ে গেলেও বড় লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় ইনিংসে তো বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৩২ রানে। যেখানে ছিল না কোনো ফিফটিও!

দেখা যাক, এখন সেই ধাক্কা সামলে, পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে পারে কি না বাংলাদেশ। তবে আমাদের নিশ্চয়ই তাই চাওয়া থাকবে।


আরো সংবাদ



premium cement