ওয়ানডে সিরিজ নিয়ে বিপাকে বিসিবি, সাকিবকে নিয়ে অনিশ্চয়তা
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ নভেম্বর ২০২৪, ০৯:২১
ক্যারিবিয়ান সফরে স্বস্তিতে নেই বাংলাদেশ। এন্টিগা টেস্টে বড় হার আর চিরচেনা সেই ব্যাটিং দৈন্যতা ভাবাচ্ছে সবাইকে। তবে ব্যর্থতা ব্যবচ্ছেদ নিয়ে ভাবনার সময় নেই নির্বাচকদের। তাদের মাথায় কেবল ওয়ানডে সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে বাংলাদেশ দল। খেলবে তিন ফরম্যাটে পূর্ণ সিরিজ। টেস্টের পরই শুরু হবে ওয়ানডে, খেলা শুরু ৮ ডিসেম্বর থেকে। বাকি দুই ম্যাচ ১০ ও ১২ ডিসেম্বর।
তবে সেই সিরিজের জন্য দল ঘোষণা নিয়ে বিপাকে নির্বাচকরা। প্রধান নির্বাচক গাজি আশরাফ লিপুসহ বাকিদের বেশ কাঠখড় পোহাতে হচ্ছে। চোট সমস্যা তো বটেই, সাকিব আল হাসানকে নিয়েও ধোঁয়াশায় তারা।
যদিও জানা গেছে, চোট পাওয়া দুই ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমকে নিয়ে সমাধানে আসা গেছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চোট পাওয়া মুশফিক ফিরছেন না সহসাই, তাকে আরো অপেক্ষা করতে হবে।
তবে নাজমুল হোসেন শান্ত ফিরছেন। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেলে শেষ ওয়ানডে ও এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে যান তিনি। তবে ওয়ানডে দিয়ে মাঠে ফিরছেন শান্ত।
নিয়মিত অধিনায়ককে ফিরে পাবার খবর থাকলেও গুঞ্জন উঠেছে সাকিবকে নিয়ে। জাতীয় দলের হয়ে খেলার জন্য নাকি তিনটা শর্ত রেখেছেন তিনি বোর্ডের সামনে। শর্ত ইতিবাচক না হওয়ায় সাকিব নাও থাকতে পারেন সিরিজে।
জানা গেছে, দেশে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট সচল করা এবং বিদেশে আসা-যাওয়ার নিশ্চয়তা-এ তিনটি শর্ত পূরণের দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছিলেন সাকিব।
কিন্তু বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিষয়গুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে। ফলে ক্যারিবীয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না সাকিব। তাকে ছাড়াই দল গঠনের অনুমতি মিলেছে বিসিবির পক্ষ থেকে।
তার মানে, আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটাও দেখে ফেলেছেন মিস্টার সেভেন্টি ফাইভ। ফলে হয়তো ভারতের বিপক্ষে কানপুরেই খেলে ফেলেছেন তিনি নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
শুধু সাকিব নয়, এই মুহূর্তে নির্বাচক প্যানেল শঙ্কায় তাওহীদ হৃদয়কে নিয়ে। জানা গেছে, অনুশীলনের সময় চোটে পড়েছেন তিনি। শনিবার তার এমআরআই করা হবে। তার পরেই আসবে এই মির্ডলঅর্ডার ব্যাটসম্যানের ব্যাপারে সিদ্ধান্ত।
এদিকে শোনা যাচ্ছে তিন ম্যাচের এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন মোস্তাফিজুর রহমান। পরিবারকে সময় দিতে এই সিরিজে থাকছেন না তিনি।
এই যখন অবস্থা, তখন নির্বাচকদের সবকিছুই ভাবতে হচ্ছে নতুন করে। হাতেও খুব বেশি সময় নেই, বিকল্পও নেই। ফলে খেলোয়াড় সঙ্কটে সাদামাটা স্কোয়াড নিয়েই খেলতে হবে। যেখানে দেখা যেতে পারে একাধিক নতুন মুখ, ফিরতে পারেন টেস্ট স্কোয়াডের অনেকেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা