বিপিএল শুরু ৩০ ডিসেম্বর, ফাইনাল ৭ ফেব্রুয়ারি
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২২, আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৫
আগেই জানা গেছে, বছর শেষ সপ্তাহ থেকেই গড়াবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবার আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে ৩০ ডিসেম্বর থেকে গড়াবে এবারের আসর।
২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল এবারের বিপিএলের। তবে বুধবার বিসিবির সভায় সেই তারিখ পরিবর্তন করা হয়। তিন দিন পিছিয়ে বিপিএল উদ্বোধনের সময় জানানো হয় ৩০ ডিসেম্বর।
প্রায় ৪০ দিনব্যাপী চলবে বিপিএল। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ১১তম আসরের। যদিও শুরু এবং শেষের সময় করেছে বিসিবি, তবে এখনো পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি বোর্ড।
এর আগে বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে গত ১৪ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। যেখানে দেশী-বিদেশী ক্রিকেটারদের মিশেলে পছন্দমতো স্কোয়াড সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
এবারের ফ্রাঞ্চাইজি মালিকানাতেও আছে চমক। এবারে আসরে নেই টুর্নামেন্টের সর্বোচ্চ সংখ্যক শিরোপাজয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে নতুন করে বিপিএলের সাথে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী।
আর ১১ বছর পর টুর্নামেন্টটির ফ্র্যাঞ্চাইজি হিসেবে নতুন করে যুক্ত হয়েছে চিটাগং কিংস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা