১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কোটা বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

কোটা বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ - ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত দেড় ঘণ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে (প্রধান ফটক) সড়ক অবরোধ করে তারা।

শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভয়াবহ দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।

আন্দোলরত শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, ‘২০১৮ সালে জারি করা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দফা দাবিতে আমরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করছি। আমরা এ কোটা পদ্ধতি বাতিলের দাবি জানাচ্ছি।’

এর আগে, শিক্ষার্থীদের মিছিল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ডেইরি গেট প্রধান ফটকে শেষ হয়। পরে প্রধান ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে তারা।

সাভার হাইওয়ে থানার ডিউটি অফিসার সার্জেন্ট শফিকুল ইসলাম নয়াদিগন্তকে বলেন, ‘শিক্ষার্থীদের সাথে আলোচনা হয়েছে। তারা ৫টার সময় অবরোধ তুলে নেবেন। তারা সাড়ে ৩টা থেকে মহাসড়ক অবরোধ করে রাখেন।’


আরো সংবাদ



premium cement