২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ফুলবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

ফুলবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু - ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রহিম বাদশা (৪৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কামালপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় অপর এক শ্রমিক আহত হয়েছেন।

নিহত রহিম বাদশা ওই এলাকার আবুল কাশেমের ছেলে। আহত মতিয়ার রহমান একই এলাকার কামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় আব্দুল খালেক জানান, নিহত রহিম বাদশাসহ ১০ থেকে ১২ জন শ্রমিক একসাথে ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের বোরো ধান কাটার জন্য যান। ধান কাটা শেষ হলে আঁটি তোলার সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে বজ্রপাত হলে রহিম বাদশা ও মতিয়ার রহমান জমিতে অচেতন হয়ে পড়েন।

তিনি আরো জানান, পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শ্রমিক রহিম বাদশার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মতিয়ার রহমানের জ্ঞান ফিরে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement