১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি কোম্পানির তালিকায় টিএসএমসি

-


বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তালিকায় প্রবেশ করেছে তাইওয়ানের চিপ জায়ান্ট টিএসএমসি। টেসলাকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি কোম্পানির তালিকায় সপ্তম অবস্থানে উঠে এসেছে কোম্পানিটি। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ১০টি কোম্পানির তালিকায় নেতৃত্ব দিচ্ছে মাইক্রোসফট ও অ্যাপল। আর তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এআই চিপ জায়ান্ট এনভিডিয়া, যেখানে ওয়াল স্ট্রিটে আবারো তিন ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক বাজারমূল্য ছাড়িয়েছে কোম্পানিটি। এ তালিকায় পরবর্তী অবস্থান যথাক্রমে গুগল ও অ্যামাজনের, যারা সম্প্রতি দুই ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। তালিকায় ষষ্ঠ অবস্থানে নেমে গেছে সৌদি তেল জায়ান্ট ‘আরামকো’, যেখানে পরবর্তী অবস্থান যথাক্রমে টিএসএমসি ও টেসলার।
জেনারেটিভ এআই প্রযুক্তির উত্থানের পর গোটা বিশ্বেই চিপের চাহিদা বেড়েছে, যেখানে আরো টেকসইভাবে বিস্তুত হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এ খাত। চিপনির্মাতা কোম্পানিগুলো শুধু বিনিয়োগকারীদেরই আকৃষ্ট করছে না; বরং তারা সরকারিভাবেও ভর্তুকি পাচ্ছে।

উদাহরণ হিসেবে ধরা যায় বাইডেন প্রশাসনকে, যারা সামনের কয়েক বছর যুক্তরাষ্ট্রে চিপ কারখানা নির্মাণে সহায়তার লক্ষ্যে শত শত কোটি ডলারের আর্থিক অনুদানে অনুমোদন দিয়েছে।
সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, ইন্টিগ্রেটেড সার্কিট, মাইক্রোসেসর ও মেমরি চিপসহ গোটা বিশ্বের সেমিকন্ডাক্টর খাতে বিক্রি বেড়ে গিয়ে পৌঁছাতে পারে ৬১ হাজার ১২০ কোটি ডলারে, যা এ খাতের পণ্য বিক্রিতে নতুন রেকর্ড তৈরির সম্ভাবনা দেখাচ্ছে। সংস্থাটি বলছে, ২০২৪ সালে এ খাতে বিক্রি বাড়তে পারে ১৬ শতাংশ পর্যন্ত। এমনকি ২০২৫ সালে আরো সাড়ে ১২ শতাংশ বিক্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এর সুফল ভোগ করার ক্ষেত্রে ভালো অবস্থানেই আছে টিএসএমসি, যেখানে তাদের বেশির ভাগ কারখানাই তাইওয়ানভিত্তিক।


আরো সংবাদ



premium cement