১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তথ্যপ্রযুক্তি খাতে স্বনির্ভরতা অর্জনে নীতিগত সহায়তা প্রয়োজন

-

বাজেট প্রতিক্রিয়ায় নীতিগত সহায়তা চাইলেন তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীরা। গতকাল রাজধানীর কাওরানবাজারে বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তথ্যপ্রযুক্তি খাতে স্বনির্ভরতা অর্জনে নীতিগত সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন দেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ী নেতারা।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন (আইএসপিএবি) এবং ই-কমার্স অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশের (ই-ক্যাব) যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ, আইএসপিএবি সভাপতি মো: ইমদাদুল হক এবং ই-ক্যাবের সহসভাপতি সৈয়দা আম্বারীন রেজা উপস্থিত ছিলেন।
বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘বেসিসের বাজেট প্রস্তাবনাকে মাথায় রেখে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তথ্যযুক্তি খাতের কর অব্যাহতির মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছে। এ কর অব্যাহতি শুধু তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে অবদান রাখবে তা নয়; বরং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, ব্যাংকিং ব্যবস্থা, রফতানিমুখী উৎপাদন শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে নিউক্লিয়াসের ভূমিকা পালন করবে।’
বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, ‘তথপ্রযুক্তি খাতে কর অব্যাহতি নিঃসন্দেহে প্রত্যক্ষভাবে প্রযুক্তিগত উন্নয়ন, নতুন উদ্ভাবন এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতে অবদান রাখবে। এ ছাড়া শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং ব্যবস্থাসহ বিভিন্ন রফতানিমুখী শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
আইএসপিএবির সভাপতি মো: ইমদাদুল হক বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতে ব্যবহৃত সব সামগ্রীর ওপর শুল্ক না কমায় ইন্টারনেট সেবার প্রসার ও ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার বিষয়টি বাধাগ্রস্ত হবে বলে আইএসপি অ্যাসোসিয়েশন মনে করে।’
ই-ক্যাবের সহসভাপতি সৈয়দা আম্বারীন রেজা বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আইটি ও আইটিইস খাতের বিদ্যমান সুবিধাগুলো বহাল রেখে এর সাথে সহায়ক খাতও বিকাশের সুযোগ করে দেয়া উচিত। কারণ অনেক সময় সাপোর্ট ইন্ডাস্ট্রির কারণে মূল ইন্ডাস্ট্রির প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়।’


আরো সংবাদ



premium cement

সকল