১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ল্যাপটপে এআই প্রযুক্তি নিয়ে এসেছে আসুস

-

আসুস প্রথমবারের মতো নিয়ে এসেছে এআই প্রযুক্তি সমন্বিত কো-পাইলট প্লাস ল্যাপটপ। বিখ্যাত ট্রেডশো কম্পিউটেক্স ২০২৪ এর আয়োজনে অনুষ্ঠিত হয় আসুসের ‘অলওয়েজ ইনক্রেডিবল’ ভার্চুয়াল ইভেন্ট। এই ইভেন্টে উন্মোচিত করা হয় এআই প্রযুক্তি দিয়ে তৈরি আসুসের নতুন ল্যাপটপগুলো।
এই ল্যাপটপগুলোর মধ্যে রয়েছে আসুসের প্রোআর্ট, জেনবুক এবং ভিভোবুক মডেলের ল্যাপটপ। ল্যাপটপ ব্যবহারকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সুবিধাগুলো দিতে এবারের ল্যাপটপগুলোতে নিয়ে আসা হয়েছে এআই সাপোর্টেড ফিচার এবং বিভিন্ন সলিউশন।
এআই-চালিত উইন্ডোজ কো-পাইলট প্লাস, মাইক্রোসফ্টের এআই প্ল্যাটফর্ম, এআই স্ট্র্যাটেজি এবং ক্রিয়েটর সলিউশন রয়েছে এই ল্যাপটপগুলোতে। এই ফিচারগুলো ল্যাপটপ ব্যবহারকারীরদের কাজ আরো সহজ করে তুলবে। ৪৫ প্লাস টিওপিএস এনপিইউ (টেরা অপারেটিং সিস্টেম নিউরাল প্রসেসিং ইউনিট) পর্যন্ত এই ল্যাপটপগুলোতে কাজ করতে সক্ষম। ফলে, এই ল্যাপটপগুলো জটিল মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত কাজগুলো সমাধান করতে পারে সহজে।
আসুসের নতুন তিনটি প্রোআর্ট ল্যাপটপগুলোর মধ্যে রয়েছে প্রোআর্ট পি১৬, পিএক্স১৩, এবং পিজেড১৩। পোর্টেবিলিটি এবং আধিক কর্মক্ষমতার কারণে এই ল্যাপটপগুলো ক্রিয়েটরদের জন্য উপযোগী। প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন এআই ৩০০ সিরিজ প্রসেসর এবং জিপিইউতে আছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজ। সৃজনশীল কাজ আরো নতুনত্বের সাথে সম্পাদন করতে ল্যাপটপটিতে আছে এআই-চালিত স্টোরিকিউব এবং মিউজট্রি অ্যাপ্লিকেশন।


আরো সংবাদ



premium cement