১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অ্যান্ড্রয়েড ডিভাইসে আসছে নতুন ফিচার

-

সম্প্রতি গুগলের ডেভেলপার কনফারেন্সে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে। নতুন এ ফিচারের নাম থেফট ডিটেকশন লক। এর মাধ্যমে ছিনতাই বা চুরি হওয়া স্মার্টফোনের তথ্য সুরক্ষিত থাকবে। বর্তমানে চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়ার কারণে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় এ ফিচার চালু করা হবে। যখন কারো স্মার্টফোন ছিনতাই বা চুরি হবে তখন এআইযুক্ত ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ডিভাইস লক করে দেবে। যদি গুগল মোশনের পরিবর্তনের মাধ্যমে বুঝতে পারে যে ডিভাইসটি চুরি হয়েছে, তাহলে তাৎক্ষণিকভাবে স্মার্টফোন লক হয়ে যাবে। ফলে চাইলেও আর ডিভাইসে থাকা তথ্য হাতিয়ে নেয়া যাবে না।

গুগল অফলাইন ডিভাইস লক ফিচারও যুক্ত করছে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যার মাধ্যমে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ডিভাইসের নেটওয়ার্ক সংযোগ বন্ধ করে দেয়, তাহলেও স্মার্টফোন লক হয়ে যাবে এবং তথ্য সুরক্ষিত থাকবে। আপডেট হওয়া ফিচারটির কারণে নতুন করে ডিভাইসটি রিসেটও দেয়া যাবে না বলে দাবি গুগলের।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে কল, টেক্সট বার্তাসহ অন্যান্য নোটিফিকেশন বন্ধ করতে কাজ করে ‘ডু নট ডিস্টার্ব’ মোড ফিচারটি। এ ছাড়া, ‘অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স’ নামের সুবিধা ব্যবহার করে এ মোডের সময়সূচিও নির্ধারণ করা যায়। আর বিভিন্ন অ্যান্ড্রয়েডভিত্তিক ফোন ও ট্যাবলেটে এ অপশনটি ডিফল্ট হিসেবেই থাকে যাতে ব্যবহারকারী কোনো বাধা ছাড়াই নিজের ডিভাইস ব্যবহার করতে পারেন।
কয়েকটি সহজ ধাপেই ফিচারটি চালু করা যায়। তবে, অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণে ফিচারটি নাও থাকতে পারে। এ জন্য ফোনের সেটিংস অ্যাপের সার্চ অপশনে ‘ডু নট ডিস্টার্ব’ লিখে সার্চ দিলেই দেখা যায়, ফোনে ফিচারটি আছে কি না।

 


আরো সংবাদ



premium cement
লজ্জার ধবলধোলাই বাংলাদেশ সিরিয়ার সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারে অস্বীকৃতি ইসরাইলের ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা

সকল