সেরা চার দল যাচ্ছে বিশ্ব রোবট অলিম্পিয়াডে
- ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে গত রোববার রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে হয়ে গেল ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ-২০২৩ জাতীয় পর্ব। শিক্ষার্থীদের জন্য আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’, ‘ফিউচার ইনোভেটরস’ ও ‘রোবো স্পোর্টস’ বিভাগে ৩৩টি দল অংশ নেয়। বাংলাদেশ পর্বে বিজয়ী দলগুলোর মধ্য থেকে সেরা চারটি দল আগামী নভেম্বর মাসে পানামায় হতে যাওয়া ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-২০২৩’-এ অংশ নেবে।
রোবট অলিম্পিয়াডে ফিউচার ইনোভেটরস সিনিয়র বিভাগে গোল্ড মেডেল পেয়েছে ‘টিম রোবনিয়াম বাংলাদেশ’। বিজয়ী দলের সদস্যরা হলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরের ইসরাফিল শাহীন, সানিডেল স্কুলের কাজী মোস্তাহিদ ও তাফসীর তাহরীম। সিলভার মেডেল পেয়েছে ‘ফ্যান্টাজম টিম’। দলের সদস্যরা হলো উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের মুসফিরাত মোর্শেদ ও হাসিবুজ্জামান ভূঁইয়া। ব্রোঞ্জ মেডেল পেয়েছে ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের আরেফিন আনোয়ার এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রাগিব ইয়াসার রহমানের দল ‘টাইগার-৭১’। জুনিয়ার বিভাগে সিলভার মেডেল পেয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আফিয়া হুমায়রা ও ফাহমিদা ফায়জা এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শাবনাম খানের দল ‘সাইবার স্কোয়াড টিম’। ব্রোঞ্জ মেডেল পেয়েছে ‘থিংকার টেক টিম’। দলের সদস্যরা হলো ওয়াইডব্লিউসিএ হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলের রুদাইবা তারান্নুম ও আফিয়া হাসিন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা