হোয়াটসঅ্যাপে কেনাকাটার সুবিধা
- ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
বিশ্বজুড়ে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিকসহ বিভিন্ন প্রয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তে হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন বাড়ছে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বর্তমানে আয় বাড়িয়ে নিতে চাইছে মেটা। সে জন্য নতুন ফিচার যুক্ত করা হচ্ছে।
বর্তমানে কিছু ব্যবহারকারী তাদের কার্টে আইটেম যোগ করতে পারেন এবং সব সমর্থিত ইউপিআই অ্যাপ, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং আরো অনেক মাধ্যম থেকে তাদের পছন্দের পদ্ধতি ব্যবহার করে অর্থ প্রদান করতে পারেন। এখনো ফিচারটি সবার জন্য দেয়া হয়নি। শিগগির এ সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে প্ল্যাটফর্ম সূত্রে জানা গেছে।
কেনাকাটার এ সুবিধায় অ্যাকাউন্টে সাপোর্ট এবং সুরক্ষা পেতে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো মেটার ব্যাজের জন্য সাইনআপ করতে পারবে। মেটা ভেরিফায়েড অতিরিক্ত প্রিমিয়াম ফিচারসহ একটি কাস্টম হোয়াটসঅ্যাপ পেজ তৈরি করা যাবে। পেজটি ওয়েব সার্চের মাধ্যমে সহজেই আবিষ্কার করা যায় এবং এটি মাল্টি-ডিভাইস সমর্থন যুক্ত, যাতে একাধিক গ্রাহক প্রতিক্রিয়া জানাতে পারবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা