২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জেসিআইয়ের স্মার্ট বাংলাদেশ সামিট

-

জেসিআই বাংলাদেশের আয়োজনে এবং এস্পায়ার টু ইনোভেটের (এটুআই) সহযোগিতায় ৯ ও ১০ জুন রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে হবে ‘স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো ও সিওয়াইই অ্যাওয়ার্ড-২০২৩’। গত মঙ্গলবার এক সংবাদ সম্মলনে এ আয়োজন সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সম্মেলনে এটুআইয়ের প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার চারটি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে, এগুলো হচ্ছে- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সৃষ্টিশীল তরুণদের সংগঠন জেসিআই বাংলাদেশ যে অনুষ্ঠানমালার আয়োজন করেছে, তা প্রশংসা পাওয়ার দাবি রাখে।’
জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁঁইয়া বলেন, দ্বিতীয়বারের মতো এ আয়োজনে অনুষ্ঠানে এবারই প্রথম জেসিআই ক্রিয়েটিভ ইয়াং এন্ট্রাপ্রেনিউর (সিওয়াইই) পুরস্কার চালু করা হচ্ছে। এতে প্রায় ২৫০ জন তাদের উদ্ভাবনী ব্যবসায় ধারণা জানাবেন, এর মধ্য থেকে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। দুই দিনের এ আয়োজনে ১১টি বিশেষ অধিবেশন থাকছে। এগুলোতে দেশ-বিদেশের বিশেষজ্ঞ ও বক্তারা উপস্থিত থাকবেন। এ আয়োজনে সহযোগিতা করছে বেসিস, বিজিএমইএ, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডেইলি স্টার। এ ছাড়া অংশীদার হিসেবে আছে আইএসপিএবি, বাক্কো এবং ই-ক্যাব। জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো ও সিওয়াইই অ্যাওয়ার্ড-২০২৩-এর সব তথ্য পাওয়া যাবে এই www.jcisummit.com ওয়েবসাইটে।


আরো সংবাদ



premium cement