২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

হোয়াটসঅ্যাপে নতুন দুই ফিচার

-

উইন্ডোজ অপারেটিং সিস্টেম-চালিত কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা খুব শিগগির ক্রপ টুল সুবিধা ব্যবহার করতে পারবেন। ক্রপ টুল দিয়ে অ্যাপের মধ্যেই ছবির আকার সমভাবে ছোট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। সাধারণত হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি ক্রপ করতে চাইলে অন্য অ্যাপের সাহায্য নিতে হয়। এ সমস্যা সমাধানে নতুন এ টুল চালু হতে যাচ্ছে। ক্রপ টুলটি হোয়াটসঅ্যাপের মধ্যেই থাকবে। এমনকি সুবিধাটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপের ইন্টারফেসেই ড্রয়িং এডিটরের জন্য ছবি ক্রপ করা যাবে। এখন নির্দিষ্ট কিছু বেটা সংস্করণের ব্যবহারকারী নতুন এ সুবিধা পরখ করার সুযোগ পাচ্ছেন। পরে সুবিধাটি সবার জন্যই চালু করা হবে।
এ ছাড়া আইওএস সংস্করণে নতুন কল বাটন যুক্ত হতে যাচ্ছে। হোয়াটসঅ্যাপে নতুন এ সুবিধা সক্রিয় হলে ব্যবহারকারীরা একটি কল বাটনের নতুন আইকন দেখতে পারবেন। নতুন এ আইকনে একটি কনটেক্সট মেনু যোগ হবে। ফলে ভিডিও না অডিও কল করা হবে, তা এই বাটন থেকে নির্বাচন করা যাবে। গ্রুপের ক্ষেত্রে সদস্যরা আগের মতোই এ আইকন দিয়ে গ্রুপ কল করার সুযোগ পাবেন।


আরো সংবাদ



premium cement