২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

জিমেইল ব্যবহারকারীদের সতর্কবার্তা

-

জিমেইলের ১৮০ কোটি ব্যবহারকারীকে সতর্কবার্তা দিয়েছে গুগল। নতুন একটি নিরাপত্তা ফিচারে দুর্বলতা খুঁজে পাওয়ার পর সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও কোম্পানি সম্পর্কে ব্যবহারকারীদের সহায়তা করতে ব্লু চেকমার্ক ফিচার চালু করে গুগল। এর মাধ্যমে বিভিন্ন কোম্পানির নামে ভুয়া ইমেইল শনাক্ত করা সহজ হতো। কোনটি কোম্পানির মেইল আর কোনটি স্ক্যাম সে বিষয়ে ব্যবহারকারীদের সুবিধা দিতেই এ ফিচারটি কার্যকর করা হয়। তবে সাইবার অপরাধীরা এ ফিচারের দুর্বল দিক বের করতে সক্ষম হয়েছে। যে কারণে বর্তমানে জিমেইলের নিরাপত্তার বিষয়টি হুমকিতে রয়েছে। সাইবার নিরাপত্তা ইঞ্জিনিয়ার ক্রিস প্লামার প্রথম এ ত্রুটির বিষয়টি জানতে পারেন। তিনি লক্ষ্য করেন হ্যাকারোা জিমেইলের মাধ্যমে ভুয়া ইমেইলগুলোকে আসল হিসেবে প্রমাণের উপায় খুঁজে পেয়েছে।


আরো সংবাদ



premium cement