২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মাইক্রনের ওপর নিষেধাজ্ঞায় বিরক্ত যুক্তরাষ্ট্র

-

সম্প্রতি যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানি মাইক্রনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী গিনা রাইমন্ডো জানান, মাইক্রনের মেমোরি চিপ কেনার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সহ্য করবে না যুক্তরাষ্ট্র। চীনের এ অর্থনৈতিক জবরদস্তি নিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে।
চীন আসলে কোনো ভিত্তি ছাড়াই একটি একক মার্কিন কোম্পানিকে শিকার বানিয়েছে। একে আমরা সহজ অর্থে অর্থনৈতিক বলপ্রয়োগ হিসেবে দেখি। আমরা এটি সহ্য করব না। জি৭ ছাড়াও আমরা ধারাবাহিকভাবে বলে আসছি, এ সুনির্দিষ্ট চ্যালেঞ্জের পাশাপাশি চীনের বাজারবিরোধী কার্যক্রম সংশ্লিষ্ট সব চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।


আরো সংবাদ



premium cement