২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

আসছে অ্যাপলের মিক্সড-রিয়ালিটি হেডসেট

আসছে অ্যাপলের মিক্সড-রিয়ালিটি হেডসেট -

আগামী জুনে নতুন ‘মিক্সড-রিয়ালিটি’ হেডসেট উন্মোচনের পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। অ্যাপলের প্রত্যাশা, আইফোন ও ম্যাকের পর নিজেদের সংগ্রহে নতুন পণ্য শ্রেণী যোগ করার পাশাপাশি এটি নতুন এক শীর্ষ প্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তবে, এই প্রকল্প নিয়ে কোম্পানির ভেতরেই মতপার্থক্য দেখা গেছে। অ্যাপলের বেশ কয়েকজন কর্মীর মতে, হেডসেটটি এখনো সম্পূর্ণ প্রস্তুত নয়। আর এখন ডিভাইসের বিদ্যমান সংস্করণ উন্মোচন করে বাজারে আনলে সেটি একটু বেশিই ঝুঁঁকিপূর্ণ হবে। আসন্ন হেডসেটটি এরই মধ্যে বেশ কিছু সংখ্যক চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর দাম শুরু তিন হাজার ডলার থেকে। পাশাপাশি, এর কোনো সুনির্দিষ্ট ব্যবহারও নেই। আর কেবল একটি ব্যাটারির ওপর নির্ভরতার পাশাপাশি উন্মোচনের সময় এতে সম্ভবত সীমিত ফিচার থাকবে। ডিভাইসের উল্লিøখিত সমস্যাগুলোর মধ্যে রয়েছে এর ভারী নকশা ও এক্সটার্নাল ব্যাটারি, যেখানে নিয়মিত চার্জ দিতে হয়। এদিকে, ২০২৩ সালেই ডিভাইসটি উন্মোচনের লক্ষ্য স্থির করেছে অ্যাপল। ফলে, গত সপ্তাহে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অ্যাপলের ১০০ শীর্ষস্থানীয় নির্বাহীর কাছে নতুন পণ্যটি দেখানো হয়। কোম্পানির অন-ক্যাম্পাস থিয়েটারে নতুন এই ডিভাইস দেখানোর পরিকল্পনা চলছে। অ্যাপল এই হেডসেটের সাথে তুলনা করেছে অ্যাপল ওয়াচের সাথে। কারণ তুলনামূলক সীমিত পণ্য নিয়ে এই ঘড়ির উন্মোচনের গতিও ধীর ছিল। পরবর্তীতে এর হার্ডওয়্যার ও সফটওয়্যার উন্নত করার পর বিস্তৃত পরিসরে গ্রাহক ও সফটওয়্যার নির্মাতাদের গ্রহণযোগ্যতা পায় এটি। একইভাবে অ্যাপলের নতুন হেডসেটের বিক্রি শুরু হতে পারে সীমিত পরিসরে। ডিভাইসটি উন্মোচনের প্রথম বছরে অ্যাপল ১০ লাখ হেডসেট বিক্রির আশা করছে বলে উঠে এসেছে বেশ কিছু সংখ্যক প্রতিবেদনে।


আরো সংবাদ



premium cement
মান্দায় বিদ্যুতের আগুনে পুড়ল ৮ বসতবাড়ি রিজওয়ানকে টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান বললেন আফ্রিদি গোবিন্দগঞ্জে ট্রাক্টরচাপায় নারী নিহত অভিযোগ করার পর ইনসুলিন ইঞ্জেকশন কেজরিওয়ালকে! হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা তালায় আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে জামায়াতের সহায়তা প্রদান শেরপুরের মহাসড়ক যেন মরণ ফাঁদ বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট আবারো বৃষ্টির শঙ্কা দুবাইয়ে, চিন্তা বাড়াচ্ছে ইউরোপ সিদ্ধিরগঞ্জে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা মানিকগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রকৌশলী নিহত

সকল