হোয়াটসঅ্যাপ ভিডিও কলে নতুন ফিচার
- ২৯ মার্চ ২০২৩, ০০:০৫
২০২১ সালে নিজেদের মূল ‘মাল্টি-ডিভাইস সিঙ্কিং’ ব্যবস্থা চালু করে প্ল্যাটফর্মটি। এর মাধ্যমে ব্যবহারকারীর ফোন অফলাইন বা কাছাকাছি না থাকলেও নিজের অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পান। ব্যবহারকারীরা যেন একাধিক ডিভাইসে মেসেজিং উপভোগ করতে পারেন সে জন্য ভালো অ্যাপের প্রয়োজনীয়তার বিষয়ও বুঝতে পেরে হোয়াটসঅ্যাপ নিত্য নতুন ফিচার আনছে। সর্বশেষ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য নতুন ডেস্কটপ ক্লায়েন্ট চালু করেছে মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন ক্লায়েন্টে ভিডিও কলের ক্ষেত্রে সর্বোচ্চ আটজন একত্রে অংশ নিতে পারবে।
মেটা প্রধান জাকারবার্গ বলেন, ‘নতুন অ্যাপ ব্যবহারকারীদের ভিডিও কলে সর্বোচ্চ আটজন অংশগ্রহণকারী যুক্ত করার সুবিধা দেবে। আর অডিও কলের বেলায় এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩২ জনে। ফলে কোনো কোম্পানির মিটিং করা সহজ হবে ও পারিবারিক পুনর্মিলনীতে দূরের আত্মীয়রাও এতে যোগ দিতে পারবেন।’ সামনের দিনগুলোয় অংশগ্রহণকারীর সংখ্যা আরো বাড়ানো হবে। নতুন ক্লায়েন্টের উন্নত কলিং ফিচারের ঘোষণা দেয়ার পাশাপাশি সাম্প্রতিক কিছু আপগ্রেড নিয়েও কাজ করেছে কোম্পানিটি। মেসেঞ্জার আপডেটে একাধিক ডিভাইস যুক্ত করার সুবিধা চালু হয়েছে। এর পাশাপাশি সিঙ্ক ব্যবস্থায় পরিবর্তনও এনেছে হোয়াটসঅ্যাপ। ফলে ব্যবহারকারীরা একসাথে চারটি লিংকযুক্ত ডিভাইসে প্রবেশ করতে পারবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা