০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৫ জিলকদ ১৪৪৪
`

নাসার সদর দফতরে বাংলাদেশী দুই দল

-

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার আমন্ত্রণে নাসার প্রোগ্রামে অংশগ্রহণ করল ২০১৮ এবং ২০২১ সালে নাসা কর্তৃক আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ থেকে বিশ্ব চ্যাম্পিয়ন দু’টি দল। এই চ্যাম্পিয়ন দু’টি দলকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নাসার হেডকোয়ার্টারে গত ১৫-১৬ মার্চ নাসার প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল নাসা। ২০১৮ সালের চ্যাম্পিয়ন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম অলিক এবং অপরটি ২০২১ সালের চ্যাম্পিয়ন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) সম্মিলিত টিম মহাকাশ। নাসা হেডকোয়ার্টারের প্রোগ্রামে টিম অলিকের বাংলাদেশ থেকে প্রোগ্রামে অংশ নেন আবু সাবিক মাহদী, এস এম রাফি আদনান এবং কাজী মইনুল ইসলাম। এ ছাড়া বর্তমানে এস্তোনিয়াতে পড়াশোনা করায় সেখান থেকে যোগ দেন আরেক সদস্য সাব্বির হাসান। টিম মহাকাশের বাংলাদেশ থেকে প্রোগ্রামে অংশ নেন বার্নিতা বসাক ত্রিশা, মো: মোমেনুল হক ও শিশির। এ ছাড়া বর্তমানে আমেরিকাতে পড়াশোনা করায় সেখান থেকে যোগ দেন আরেক সদস্য সুমিত চন্দ। ২০১৮ সালে টিম অলিক ‘লুনার ভিআর প্রজেক্ট’ বেস্ট ইউজ অব ডাটা ক্যাটাগরিতে চাঁদে ভ্রমণের অভিজ্ঞতা দেবে এমন ভার্চুয়াল অ্যাপ্লিকেশন ফুটিয়ে তুলে ধরে বিশ্ব চ্যাম্পিয়ন হয় এবং ২০২১ সালে টিম মহাকাশ ‘নাসা বেস্ট মিশন কনসেপ্ট’ ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। টিম অলিকের সদস্য আবু সাবিক মাহদী বলেন, এই আয়োজনটি মূলত ছিল বিভিন্ন বছরের বিজয়ীদের নিয়ে উদযাপনের একটি অনুষ্ঠান। নাসাতে দুই দিনের প্রোগ্রামে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং, যোগাযোগ ও ভবিষ্যতে তাদের সাথে একত্রে কাজ করার বিভিন্ন দিক, এ ছাড়াও নাসার বিজ্ঞানীদের দিক-নির্দেশনামূলক আলোচনায় আমরা অংশগ্রহণ করি।’


আরো সংবাদ


premium cement
ঢাকায় এসেছেন ভারতীয় সেনাপ্রধান বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত কুরআন হাফেজের মৃত্যু বাংলাদেশ মে মাসে ৪.০৫ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রফতানি করেছে আওয়ামীপন্থীদের বাধায় নারায়ণগঞ্জে বিএনপিপন্থী আইনজীবীদের দোয়া অনুষ্ঠান পণ্ড ছোট বেলায় বাবাকে হারান, বড় ভাই পথ দেখিয়েছেন শাহাদাত দিপুকে বগুড়ায় ট্রাকচাপায় অটোভ্যানের চালক নিহত ‘সমর্থন করলে আজমত উল্লার চেয়ে বেশি ভোট পেত ভাতিজা’ আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী পুরান ঢাকায় শতবর্ষী পুকুর দখলে হাইকোর্টের স্থিতাবস্থা ফরিদপুরে যুবককে হাতুড়িপেটা করে পেঁয়াজ লুট রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ৩১ জুলাই

সকল