২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

যুক্তরাষ্ট্রে টিকটকের মাসিক ব্যবহারকারী ১৫ কোটি

-

মার্কিন যুক্তরাষ্ট্রে নীতিনির্ধারকদের নানামুখী চাপের মধ্যেই জনপ্রিয়তায় নতুন মাইলফলক অর্জনের ঘোষণা দিলো ক্ষুদ্র দৈর্ঘ্যরে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। ২০২০ সালে যুক্তরাষ্ট্রে ১০ কোটি ব্যবহারকারীর লক্ষ্যমাত্রা অর্জনের পর এবার দেশটিতে ১৫ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারীর ঘোষণা দিয়েছে চীনা মালিকানাধীন জনপ্রিয় এই অ্যাপ। টিকটকের প্রধান নির্বাহী শউ জি চিউর মার্কিন হাউজ এনার্জি অ্যান্ড কমার্স কমিটির সামনে সাক্ষ্য দেয়ার আগেই এই মাইলফলকে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। নতুন এই সংখ্যার মাধ্যমে কোম্পানির ক্রমবর্ধমান জনপ্রিয়তার ইঙ্গিত মেলে, বিশেষ করে তরুণ মার্কিনিদের মধ্যে। মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গে দেশটির কমার্স সেক্রেটারি জিনা রাইমন্ডো বলেন, টিকটকে নিষেধাজ্ঞা দেয়ার রাজনৈতিক প্রভাবও পড়তে পারে। ২০২১ সালের সেপ্টেম্বরে টিকটক বলেছে, বিশ্বব্যাপী তাদের ১০০ কোটির বেশি মাসিক ব্যবহারকারী রয়েছে।


আরো সংবাদ



premium cement