২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯, ২০ শাবান ১৪৪৩
`

উদ্যোক্তাদের জন্য একক প্ল্যাটফর্ম চালু করল সিস্টেমআই

-

দেশের উদ্যোক্তাদের যাবতীয় প্রযুক্তি সেবা দিতে একক প্ল্যাটফর্ম চালু করলো তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড। ব্যবসা সঠিকভাবে পরিচালনা ও প্রবৃদ্ধির জন্য কয়েক ধরনের প্রযুক্তি সেবার প্রয়োজন হয়। ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কম্পিউটার ও নেটওয়ার্ক ডিভাইস, ডিজিটাল মিডিয়ার বায়িং ও ডিজিটাল কন্টেন্ট বানানো এসবের মধ্যে অন্যতম। ব্যবসার বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে এমন সম্মিলিত সেবাগুলো একটি একক প্ল্যাটফর্ম থেকে দিতে উদ্যোগ নিয়েছে সিস্টেমআই টেকনোলজিস। প্রতিষ্ঠানটি গত ১১ বছর ধরে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা সহজলভ্য করতে নানা ধরনের কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে পাঁচ সহস্রাধিক গ্রাহককে সেবা দিয়েছে এবং এসব গ্রাহকের চাহিদা ও সমস্যাগুলো চিহ্নিত করে নতুন এই সম্মিলিত প্রযুক্তি সেবা চালু করল প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে সিস্টেমআই টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাসেল আহমেদ বলেন, বিশেষত স্বল্প ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় প্রযুক্তি বাজেট কম থাকে। আমরা চেষ্টা করেছি নতুন উদ্যোক্তাদের প্রতিষ্ঠানগুলো যেন তাদের স্বল্প বাজেটের মধ্যে সম্মিলিত প্রযুক্তি সেবা গ্রহণ করতে পারে। সিস্টেমআই টেকনোলজিসের হেড অব অপারেশন আরিফুল ইসলাম বলেন, নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরু করার সময় নানান চ্যালেঞ্জের মুখোমুখি হন। তারা সিদ্ধান্ত নিতে ভুল করেন। এসব উদ্যোক্তাকে সঠিক দিকনির্দেশনা দিতে আমরা বিনামূল্যে প্রযুক্তিসংক্রান্ত পরামর্শ দিয়ে থাকি, যা তাদের ব্যবসা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সিস্টেমআই টেকনোলজিসের নতুন এই সেবা সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে িি.িংুংঃবসবুব.হবঃ এই ঠিকানায়।


আরো সংবাদ


premium cement
আত্মশুদ্ধি পূর্ণতা পাক রমজানে ইফতারমুখি বাংলাদেশের রাজনীতি রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ মুরাদনগরে ৫৬ কেজি গাঁজা ও ৭টি রামদাসহ ৭ জন গ্রেফতার টিকটক সিইও বনাম মার্কিন কংগ্রেসের মুখোমুখি হবার ৫টি গূরুত্বপূর্ণ মুহূর্ত বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে ফখরুলদের মতপ্রকাশের স্বাধীনতা নেই : ওবায়দুল কাদের প্রাণের বন্ধু সারস পাখিকে হারালেন আরিফ ম্যাক্রোঁ অনড়, ফ্রান্স জুড়ে বিক্ষোভ, ধর্মঘট, আগুন ফ্রন্টলাইন পরিদর্শনের পর যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ জেলেনস্কির দাদির দেয়া কুরআনে হাত রেখে শপথ নিলেন যুক্তরাষ্ট্রের প্রথম হিজাবি বিচারক (ভিডিও) সিরিয়ায় মার্কিন হামলায় ৮ ইরানপন্থী যোদ্ধা নিহত

সকল