১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

কনসেপ্ট ফোন আনছে ওয়ানপ্লাস

-

স্পেনের বার্সেলোনায় আগামী ২৭ ফেব্র“য়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)। এবারের আয়োজনে কনসেপ্ট ফোন উন্মোচন করতে যাচ্ছে ওয়ানপ্লাস। ফোনটির নাম ওয়ানপ্লাস কনসেপ্ট টু হতে পারে। নতুন স্মার্টফোনটির বাক্সে কী কী থাকবে সে সম্পর্কে এখনো সেভাবে কিছু জানা যায়নি।
প্রযুক্তি বিশ্লেষকদের আশা, এ ডিভাইসে যুগান্তকারী কিছু প্রযুক্তি ও ফিচার যুক্ত করা হবে। কনসেপ্ট সেলফোন হিসেবে এটি আলোর মুখ দেখলেও সংশ্লিষ্টদের আশা, মূল ডিভাইসেও এর কিছু বৈশিষ্ট্য থাকবে। ওয়ানপ্লাস কনসেপ্ট ওয়ানকে অনুসরণ করেই কনসেপ্ট টু ডিভাইসটি বাজারে আসতে পারে। তিন বছর আগে ২০২০ সালের সিইএস সম্মেলনে ডিভাইসটি উন্মোচন করেছিল প্রতিষ্ঠানটি।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকলারেনের সঙ্গে পরের ডিভাইসটি উন্নয়ন করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। এতে কমলা অ্যাকসেন্টসহ একটি চামড়ার টেক্সচারযুক্ত ব্যাক প্যানেল ও মাঝখানে লম্বাকৃতির কালো স্ট্রিপ রয়েছে। পেছনের অংশে ওপরের দিকে তিনটি ক্যামেরা সেটআপ রয়েছে।


আরো সংবাদ



premium cement