২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সিম্ফনি বাজারে এনেছে সিমট্যাব-৮০

-

সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো ৮ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৪ জিবি র‌্যাম এবং ৬ হাজার ২৫০ এমএএইচ ব্যাটারির ট্যাবলেট সিমট্যাব ৮০। সিমট্যাব ৮০ এটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২। ১৬ : ১০ অ্যাসপেক্ট রেশিওর ট্যাবলেটটিতে আছে ৮ ইঞ্চি এইচডি ডিসপ্লে ও পিক্সেল ডেনসিটি ২৬৯। ১.৬ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, ইউনিসক চিপসেট এবং ৪ জিবি র‌্যাম দিয়ে পাওয়া যাচ্ছে। জিপিউ হিসেবে আছে ৫৫০ মেগাহার্টজ স্পিড। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মেমোরি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
নতুন এই ট্যাবটিতে আছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৬ হাজার ২৫০ এমএএইচের ম্যাসিভ ব্যাটারি থাকার কারণে মুভি দেখা যাবে টানা ১৪ ঘণ্টা, গান শোনা যাবে টানা ৪০ ঘণ্টা, ব্রাউজিং করা যাবে ৮ ঘণ্টা এবং গেম খেলা যাবে টানা ৭ ঘণ্টা। একটি মাইক্রো সিম ব্যবহার করা যাবে ট্যাবটিতে।
শ্যাডো গ্রে ও মিডনাইট ব্লু কালারে সিমট্যাব ৮০ যাচ্ছে মাত্র ১১ হাজার ৫০০ টাকায় (ভ্যাট ছাড়া) সাথে থাকছে একটি ফ্রি গর্জিয়াস ফ্লিপ কাভার এবং ওটিজি অ্যাডাপ্টার।


আরো সংবাদ



premium cement