২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বের ৬৬ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে

বিশ্বের ৬৬ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে -


বিশ্বজুড়ে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক সবার হাতেই এখন স্মার্টফোন। জাতিসঙ্ঘের তথ্যানুযায়ী, ১০ বছরের বেশি বয়সী মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশের কাছে বর্তমানে স্মার্টফোন রয়েছে। এর বিপরীতে ইন্টারনেট ব্যবহারের হার এখনো কম। জাতিসঙ্ঘের আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) প্রথমবারের মতো অঞ্চলভিত্তিক ও বৈশ্বিক অনুমান প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানের তথ্যানুযায়ী, ২০২২ সালে ১০ বছরের বেশি বয়সীদের মধ্যে প্রায় ৭৩ শতাংশের নিজস্ব স্মার্টফোন রয়েছে।
বার্ষিক প্রতিবেদনে আইটিইউ জানায়, সহজে ইন্টারনেট ব্যবহারের দিক থেকে মোবাইল বা সেলফোন সবচেয়ে সহজ ও সুবিধাজনক মাধ্যম। এর সঙ্গে ফোন ব্যবহারকারীর সংখ্যা ইন্টারনেটের সহজলভ্যতা ও ব্যবহারের মাত্রা নির্ধারণ করে। কিন্তু প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, ‘বর্তমানে ইন্টারনেট ব্যবহারের তুলনায় স্মার্টফোনের মালিকানার হার বেশি। বিশেষ করে নিম্ন আয়ের দেশে। কেননা এসব দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যয় অনেক বেশি।’


জাতিসঙ্ঘের আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন দেখতে পায় যে কয়েক বছরে সেলফোনের মালিকানা ধীরে ধীরে বেড়েছে। ২০১৯ সালের ৬৭ শতাংশ থেকে এটি ক্রমাগত বাড়ছে। এক সাক্ষাৎকারে আইটিইউর সিনিয়র অর্থনীতিবিদ থিয়েরি গেইগার জানান, ২০২০ সালে যখন কোভিড-১৯ মহামারীর প্রথম ঢেউ আসে তখন অনলাইন ব্যবহারকারী উল্লেখযোগ্য হারে বেড়েছে। ধনী দেশগুলোতে সেলফোন মালিকানার হার বেশি। এসব দেশের ৯৫ শতাংশ মানুষের কাছে অন্তত একটি স্মার্টফোন রয়েছে। অন্য দিকে স্বল্প আয়ের দেশগুলোতে এর হার ৪৯ শতাংশ। জাতিসঙ্ঘের টেলিকম এজেন্সি জানায়, পুরো বিশ্বের মাত্র এক-তৃতীয়াংশ মানুষ এখনো ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়নি। কিন্তু তারপরে অনলাইনে ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বর্তমানে প্রায় ৫৩০ কোটি বা বিশ্বের ৬৬ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে।


আরো সংবাদ



premium cement
হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে? গাজায় রিজার্ভ ব্রিগেড মোতায়েন ইসরাইলের উপজেলা নির্বাচন জটিলতা ভোটাধিকারের প্রতি মর্যাদা ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের ধারাবাহিক ধারা’ অনুসরণের অভিযোগ

সকল