২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বছরের সেরা অ্যাপ বিরিয়েল

-

অ্যাপলের চলতি বছরের অ্যাপ স্টোর অ্যাওয়ার্ডে আইফোনের জন্য সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে জনপ্রিয় ফরাসি সামাজিক প্ল্যাটফর্ম বিরিয়েল। সম্প্রতি অ্যাপলের ডেভেলপারস সাইটে এই বছরের সেরা অ্যাপগুলোকে বিভিন্ন খেতাবে ভূষিত করার পাশাপাশি বিনামূল্যের ও পেইড ক্যাটাগরিতে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ ও গেমের তালিকাও প্রকাশ করেছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট।
সামাজিক মাধ্যম হিসেবে এই বছরের ‘সেরা চমক’ ছিল বিরিয়েল। এমনকি তাদের ফিচার ‘নকল করতে’ বাধ্য হয়েছে টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক জায়ান্টরাও। ফ্রান্স-ভিত্তিক এই কোম্পানির আত্মপ্রকাশ ঘটে ২০২০ সালে। তবে, দিনের যেকোনো সময় সামনের ও পেছনের ক্যামেরায় দুই মিনিটের মধ্যেই ছবি পোস্টের ‘অ্যালার্ট’ সুবিধা চালু করায় এই বছর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে অ্যাপটি।
এক বিবৃতিতে অ্যাপল প্রধান টিম কুক বলেন, নতুন, চিন্তাশীল ও প্রকৃত দৃষ্টিভঙ্গি সরবরাহকারী অ্যাপের মাধ্যমে আমাদের অভিজ্ঞতাকে নতুন করে কল্পনা করেছেন এই বছরের অ্যাপ স্টোর পুরস্কার বিজয়ীরা।


আরো সংবাদ



premium cement